Bangla24x7 Desk : ফের এক নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। টলিপাড়ার গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে, স্টার জলসার এই নতুন ধারাবাহিকের গল্পে উঠে আসবে ‘নাগপঞ্চমী’র গল্প। সূত্র থেকে পাওয়া খবর অনুয়ায়ী, খুব জলদিই নাকি শুরু হবে এই ধারাবাহিকের কাজ। শুট হয়েছে এই ধারাবাহিকের প্রোমো। শোনা গিয়েছে , এই ধারাবাহিকে ভিএফএক্স খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে নাকি কোনও বাংলা সিরিয়ালে এধরনের ভিএফএক্সের কাজ দেখা যায়নি। নভেম্বরেই সামনে আসতে পারে ‘নাগপঞ্চমী’র প্রোমো। ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী , এই ধারাবাহিকে দেখা যাবে টেলিভিশন এবং ওটিটির জনপ্রিয় মুখ রাজদীপ গুপ্তকে। অন্যদিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘অপরাজিতা অপু’ এবং ‘বৌমা একঘর’ ধারাবাহিক খ্য়াত সুস্মিতা দে কে। শোনা গিয়েছে, অভিনেত্রী নবনীতা দাসকেও দেখা যেতে পারে ‘নাগ পঞ্চমী’তে। গুঞ্জনে এই নামগুলো শোনা গেলেও, আসল তথ্য ফাঁস করতে নারাজ ধারাবাহিকের টিম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *