Bangla24x7 Desk : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার বিচারপতি ইউ ইউ ললিতকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য একটি নোটিশ জারি করেছেন। তিনি ভারতের বর্তমান প্রধান বিচারপতি এনভি রমনার স্থলাভিষিক্ত হবেন। রামানার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৬ অগস্ট। বিচারপতি উদয় উমেশ ললিত, ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি আগামী ২৭ অগস্ট, ২০২২ থেকে দায়িত্ব নেবেন।

বর্তমান সিজেআই এনভি রমনা তাঁর উত্তরসূরি হিসেবে ইউইউ ললিতের নাম কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে সুপারিশ করেন। ৮ নভেম্বর ৬৫ বছর বয়সে অবসর নেবেন ললিত। অবসর গ্রহণের আগে বিচারপতি ইউইউ ললিত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাত্র ৭৪ দিন।

বিচারপতি ললিত, ১৯৫৭ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের জুন মাসে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৫ সালের ডিসেম্বর পর্যন্ত বম্বে হাইকোর্টে কাজ করেন। এরপরে তিনি দিল্লি চলে যান। ২০০৪ সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তাঁকে একজন সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত করে। বিচারপতি ললিত, সিজেআই হিসাবে, বিচারপতিদের কলেজিয়ামের প্রধান হবেন। এই কলেজিয়াম বিচার বিভাগের নিয়োগ এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয়। তার বাবা ইউ আর ললিতও একজন আইনজীবী ছিলেন। তিনি পরবর্তীকালে দিল্লি হাইকোর্টের বিচারপতি হন।

ইউ ইউ ললিতকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য সুপারিশ করে বার। এর আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ করেন তিনি। ২০১৪ সালের ১৩ অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *