Bangla24x7 Desk : উৎসবের মরশুম শেষ হওয়ার আগেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করল। বুধবারই রাজ্যের ২০টি জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নতুন আসন বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে সব স্তরেই আসনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিন্তু সেসব ছেড়ে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানে নিয়ে তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে।
আসন্ন রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রতি স্তরেই আসন সংখ্যা বাড়তে চলেছে। বুধবার রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ২০টি জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার যে নতুন আসন বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতেই এই সম্ভাবনা দেখা দিয়েছে। এদিন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে ২০১৮ সালের তুলনায় অনেক আসন বৃদ্ধির কথা বলা হয়েছে। প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী , জেলা পরিষদে ২০১৮-র ৮২৫টি আসন বেড়ে দাঁড়াচ্ছে ৯২৮। একইভাবে পঞ্চায়েত সমিতি স্তরে আসন বাড়ছে ২৮১টি। সেখানে মোট আসনের সংখ্যা ৯২১৭ থেকে বেড়ে হয়েছে ৯৪৯৮।
উল্লেখযোগ্য সংখ্যায় আসন বেড়েছে গ্রাম পঞ্চায়েতে। খসড়া তালিকায় ২০১৮ সালের তুলনায় গ্রাম পঞ্চায়েতে আসন বাড়ছে মোট ১৩ হাজার ৭১২টি। গত পঞ্চায়েত ভোটে রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েত আসন ছিল ৪৮, ৬৫০টি। এবছর তা বেড়ে হচ্ছে ৬২,৩৬২টি। কমিশন জানিয়েছে , ২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলা শাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে খসড়া তালিকায় সংশোধন ও পরিমার্জণের দাবি জানাতে পারবে। ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সেই অনুযায়ী তালিকা সংশোধনের কাজ হবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি,সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে। যা চলবে গোটা ডিসেম্বর মাস ধরে।
নিয়ম অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে আইন শৃঙ্খলার ভার সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের উপর। সে হিসাবে রাজ্য পুলিশকে দিয়েই পঞ্চায়েত নির্বাচন করার কথা জানিয়েছে নবান্ন। কিন্তু তা নিয়ে ঘোর আপত্তি বিরোধীদের। বুধবার কাঁথিতে এক অনুষ্ঠানে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি টাউন হলে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। কাঁথি পুর নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের দাবি জানান। বলেন, দাবি না মানা হলে তাঁরা আদালতে যাবেন।