21st Meeting : রাস্তা আটকেও নয় কর্মসূচি , আইএসএফকে ২১ এর সভাস্থলে মঞ্চ বাঁধার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ

Bangla24x7 Desk : 21st Meeting : কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বলেছিল, শর্তসাপেক্ষে ২১ এর জায়গায় সভা করতে পারে আইএসএফ। এরপর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার সেই শুনানি হয়। সেখানেই ধাক্কা নওশাদের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আইএসএফের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ভিক্টোরিয়া হাউজের সামনে নয় , জানিয়ে দিল আদালত।

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁদের দলের প্রতিষ্ঠা দিবস ২১ জানুয়ারি। সেই অনুষ্ঠান এবার ভিক্টোরিয়া হাউজের সামনে করতে চেয়েছিলেন তাঁরা। ঠিক যেখানে তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান হয়।আদালত জানিয়েছে, রাস্তা আটকে সভা করতে পারবে না আইএসএফ। তারা কোনও ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকির দল কর্মসূচির আয়োজন করতে পারবে।

Victoria House : প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা - পুলিশি অনুমতি নেই , হাইকোর্টে গেল নওশাদের ISF

ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারলেও সিঙ্গেল বেঞ্চ যা শর্ত দিয়েছিল, তা আইএসএফকে মেনে চলতে হবে বলে জানায় ডিভিশন বেঞ্চ। আইএসএফকে চার জনের নাম আদালতে জমা দিতে বলা হয়েছে। তাদের সভাকে কেন্দ্র করে কোনও অশান্তি হলে তার জন্য দায়ী থাকতে হবে ওই চার জনকে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে কেন্দ্র। প্রধান বিচারপতি বলেন, ‘‘গত বর অশান্তি হয়েছিল, এটা স্পষ্ট। তা সভার আগে না পরে হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়। ওই দিন শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথন অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ওই সভার থেকে।’’ ২১ জানুয়ারি শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথনকে আইএসএফের সভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিচারপতি।

January 22 : ২২ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটি ? সুকান্তর চিঠি পৌঁছল মমতার দরবারে , মঞ্জুর করবেন মুখ্যমন্ত্রী ?

21st Meeting : রাস্তা আটকেও নয় কর্মসূচি , আইএসএফকে ২১ এর সভাস্থলে মঞ্চ বাঁধার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ

অনান্য খবর : – Yogi State : রামলালার রাজ্যাভিষেক : মিলবে না এক ফোঁটাও , ২২ তারিখ যোগী রাজ্যের পাশাপাশি Dry Day ‘এই’ রাজ্যগুলিতে

উত্তরাখণ্ড রাজ্যেও ২২ জানুয়ারি পুরোপুরিভাবে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এক সপ্তাহ আগেই  আবগারি দফতরের কমিশনার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৷ নয়ডা ও গ্রেটার নয়ডাতেও বন্ধ রাখা হবে মদের দোকান৷ রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পবিত্র উদযাপন উপলক্ষ্যে এই এলাকাগুলিতেও সর্বোতভাবে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যোগী সরকার৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ড্রাই ডে ঘোষণা করেছেন। কয়েক দিনের অপেক্ষা মাত্র। তারপর অযোধ্য়ার রাম মন্দিরের দরজা খুলে যাবে সর্ব সাধারণের জন্য। ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন Continue Reading