Bangla24x7 Desk : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেপ্তারির পর বোমা ফাটালেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। নিজের গ্রেপ্তারির নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। তাঁর অভিযোগ, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ঘুষ না দেওয়ায় এই হাল। যদিও কুন্তল ঘোষের অভিযোগকে বিশেষ পাত্তা দিতেই নারাজ তাপস।

ফ্ল্যাট থেকে বেরনোর পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ফোরক দাবি করেন কুন্তল। তিনি বলেন, “২০১৫ সাল থেকে তাপস মণ্ডলকে চিনি। আমার থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল তাপস। ঘুষের টাকা না দেওয়ায় এই হাল। পুরোটাই তাপস মণ্ডলের ষড়যন্ত্র। আমাকে ফাঁসানো হয়েছে।” একথা বলে গাড়ি চড়ে ফ্ল্যাট চত্বর ছেড়ে বেরিয়ে যান কুন্তল ঘোষ। বেলা ১১টা ৫ নাগাদ বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল যুব নেতাকে। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করা হয় তাঁর। ওই হাসপাতালে দাঁড়িয়েও গ্রেপ্তারির নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ সরব হন কুন্তল।

যদিও কুন্তল ঘোষের বিস্ফোরক অভিযোগকে বিশেষ আমলই দিতে চান না তাপস মণ্ডল। তাঁর দাবি, “আমার পরিচিত একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ১৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কুন্তল। তাঁরা চাকরি না পেয়ে কুন্তলের বাড়িতে বারবার হানা দিত। সেই সময় কুন্তলকে বারবার ওই টাকা ফেরত দেওয়ার কখা বলেছি। এছাড়া আর এক পয়সাও চাইনি। যা তথ্য আমার কাছে রয়েছে তা আমি সিবিআই আর ইডিকে জানিয়েছি। কারণ, আমি বরাবরই তদন্তে সহযোগিতা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *