Bangla24x7 Desk : আসলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি সবচেয়ে দ্রুততম বোলার। উমরান মালিক ভারতের জার্সিতে এই মুহূর্তে হয়তো সব ম্যাচ খেলতে পারছেন না। কিন্তু তিনি যে বছরের শেষ দিকে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন তাতে সন্দেহ নেই। উমরানের বাবা আব্দুল রশিদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ছেলে বাড়ি এলে তার মা প্রিয় মাংস এবং ক্ষীর বানিয়ে খাওয়ান।
ছেলের আর্থিক এবং সামাজিক উন্নতি হলেও রশিদ নিজের ফলের ব্যবসা ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি মনে করেন এই ফলের ব্যবসা থেকেই তিনি দাঁড়িয়েছেন, সংসার চালিয়েছেন। তাছাড়া এই ব্যবসা তাদের পারিবারিক। তার ভাইরা যুক্ত। আর ছেলে ভারতের জার্সিতে নাম করেছে বলে গর্বিত হলেও নিজের ব্যবসা তার বড় আপন। বাবা হিসেবে আব্দুল রশিদ চান ছেলে উমরান নিজেকে ফিট রাখুক এবং দীর্ঘদিন ভারতের জার্সিতে খেলুক। তিনি নিজেকে উমরান মালিকের বাবা বলে গর্বিত বোধ করেন।
উমরানের বাবা অবশ্য তার ছেলেকে উপদেশ দিয়েছেন যত টাকার মালিক হোন, যেন নিজের বেড়ে ওঠার স্থান এবং জায়গা ভুলে না যান। যে পথে চলে সাফল্য এসেছে সেই পথ দিয়েই যেন আগামী দিনে হাঁটেন। এদিকে উমরান নিজে জানিয়েছেন ভারতীয় দলের সিনিয়র ফাস্ট বোলার মহম্মদ শামির উপদেশ পেয়েছেন তিনি। শামি তাকে জানিয়েছেন গতির পাশাপাশি যদি নিজের লাইন এবং লেন্থ নিয়ে সঠিক থাকতে পারেন, তাহলে ভবিষ্যতে তিনি ক্রিকেট বিশ্বে রাজত্ব করবেন।