Bangla24x7 Desk : ভরা বাজারে ধারালো অস্ত্রে তরুণীর স্তন কেটে নিল যুবক , অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু তরুণীর। আতঙ্কে শিউরে ওঠার মতো হত্যাকাণ্ড বিহারের ভাগলপুর জেলায়। এমনকী তাঁর হাত, পা ও কান কাটা নেওয়া হয়। রক্তাক্ত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। ঠিক কী কারণে নৃশংস হামলা তা এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে নেমে খুনের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক মূল অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণী বিবাহিত। তাঁর উপর নৃশংস হামলা চালায় মহম্মদ শাকিল নামের এক যুবক। শনিবার বাজার করতে এসেছিলেন তরুণী। তখনই বাজারের ভিড়ের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় শাকিল। একের পর এক কোপ মারতে থাকে। কুপিয়ে কেটে নেওয়া হয় স্তন। এর পরে হাত, পা ও দুই কান কেটে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় মায়াগঞ্জের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণীকে। যদিও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।
তবে মৃত্যুর আগে পুলিশকে হামলাকারী যুবকের নাম জানিয়েছেন তরুণী, এমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে, তরুণীর স্বামীর নাম অশোক যাদব। তিনি স্থানীয় ছোটি দিলোরী এলাকার বাসিন্দা। যদিও হামলার কারণ জানাতে পারেননি তিনি। তাঁর বক্তব্য, শাকিলের সঙ্গে তাঁর বা পরিবারের শত্রুতা ছিল না।