Bangla24x7 Desk : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি। তা সত্ত্বেও  ৩ বার দুর্ঘটনার কবলে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় সিবিআই তদন্তের আরজি জানিয়ে এবার হাই কোর্টে দায়ের হল মামলা।

গত কয়েক মাসে তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে শুভেন্দু অধিকারীর কনভয়। তার মধ্যে দুবার মারিশদায় ঘটে দুর্ঘটনা। ১ জুলাই দুপুরে নিজের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে বের হন শুভেন্দু। কাঁথি থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল শুভেন্দুর কনভয়। মারিশদার কাছে একটি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি দিঘা-কল্যাণী রুটের বাস পেট্রল পাম্পে ঢুকছিল। সেই বাসটিই চেপে দেয় কনভয়ে থাকা সিআরপিএফের গাড়িটিকে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের ওই গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাকে। একেবারে দুমড়ে-মুছড়ে যায় গাড়িটি।

চলতি মাসের ২২ তারিখ ফের মারিশদাতেই ঘটে দুর্ঘটনা। ১১৬ (বি) নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল তাঁর কনভয়। মারিশদা থানা এলাকায় আচমকা দুর্ঘটনা। শুভেন্দুর কনভয়ে থাকা শেষ গাড়ি অর্থাৎ বুলেট প্রুফ গাড়িটিতে ধাক্কা দেয় উলটো দিক থেকে আসা একটি লরি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। সামনের একাংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। বারবার শুভেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *