Bangla24x7 Desk : ঐন্দ্রিলার মৃত্যুর আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় তাঁর অসুস্থতা নিয়ে করা যাবতীয় পোস্ট মুছে ফেলেছিলেন সব্যসাচী। অভিনেত্রীর মৃত্যুর পরই ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নেন সব্যসাচী। তবে তখনও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাকটিভ ছিল। মঙ্গলবার সকাল থেকে আর ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না সব্যসাচীকে। অর্থাৎ ফেসবুকের মতোই ইনস্টা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা।
ঐন্দ্রিলা শর্মা ও সব্যসাচী চৌধুরী। গত কিছুদিন ধরে প্রত্যেকের মুখে আলোচিত হয়েছে এই দুই নাম। প্রেমিকার জন্য কতটা করা যায়, কীভাবে বিপদে তাঁকে আগলে রাখা যায়, প্রতি মুহূর্তে তা প্রমাণ করে দিয়েছেন সব্যসাচী। দুবার ক্যানসারকে হার মানিয়ে বাড়ি ফিরেছিলেন ঐন্দ্রিলা। ব্রেন স্ট্রোক হওয়ায় ১ নভেম্বর ফের ভরতি করা হয় হাসপাতালে। প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই। হাসপাতালে প্রেমিকার পাশে ঠায় বসেছিলেন সব্যসাচী।