Bangla24x7 Desk : উত্তর হোক বা দক্ষিণ গত দু’দিন ধরে বাংলার আকাশ প্রধানত মেঘলাই থাকছে। এদিকে লাগাতার বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতায়। রবিবার বিকালের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনা ও হুগলিতে। আগামী দুই দিন বিকালে এই ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে বলেই জানা যাচ্ছে।
অন্যদিকে , আগামী ৭- ৮ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। তবে পুজো পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থেকেই যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে ৭-৮ তারিখের পর উত্তরেও বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানা যাচ্ছে।