Bangla24x7 Desk : কলকাতা মেডিক‌্যাল কলেজ, এসএসকেএম, নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ কিংবা লেডি ডাফরিন হাসপাতাল। নতুন মা-বাবারা সদ্যোজাতর নাম রাখছেন ফুটবলারদের নামে। এ বিষয়ে প্রতিপক্ষ ব্রাজিলকে পিছনে ফেলে দিয়েছে আর্জেন্টিনা। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ মা-বাবারই পছন্দের নাম মারাদোনা কিংবা মেসি।

লেডি ডাফরিন হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রাজেশ বিশ্বাস সম্প্রতি ‘মেসি’-কে নিয়ে এসেছেন পৃথিবীতে। হাসপাতাল সূত্রে খবর, এই মেসি-র মায়ের নাম সোনি গুপ্ত। তিনি মধ‌্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার বাসিন্দা। নভেম্বরের শেষ সপ্তাহে ন’মাস কুড়ি দিনের মাথায় তৃতীয় সন্তানের জন্ম দিলেন সোনি। সিজার করেছেন ডা. রাজেশ বিশ্বাস। সহকারী হিসাবে ছিলেন ডা. সুশাং লামা।

চিকিৎসকের বক্তব‌্য, ডেলিভারির টাইমে প্রায় কুড়িবার কিক মারে বাচ্চাটি। আমরা বাবাকে জানাই। পেটের ভিতর শিশুর ‘কিক’। পাঁচ ঘণ্টা বেশ যন্ত্রণাই হয়েছে মায়ের। তবে সদ্যোজাত জন্মানোর পর একগাল হাসি মা-বাবার মুখে। সোনির স্বামী জানিয়েছেন, ”আমি নিজে আর্জেন্টিনার পাগল ভক্ত। আমার ছেলে মেসি না হয়ে যায় না।” মুচকি হেসেছেন এমার্জেন্সি সার্জন ডা. রাজেশ বিশ্বাস।

তিনি জানিয়েছেন, অস্ত্রোপচার কঠিন ছিল। হিমোগ্লোবিন ৭.৮ থাকায় ইলেক্ট্রো কটারি ব‌্যবহার করেছি। এতে রক্তক্ষরণ অনেক কম হয়। মেসি আপাতত সম্পূর্ণ সুস্থ। কলকাতা মেডিক‌্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের শল‌্যচিকিৎসক ডা. প্রিয়াঙ্কা স‌ান‌্যাল জানিয়েছেন, ফুটবলারদের নামে নাম রাখার হিড়িক সেখানেও। মা-বাবারা সদ্যোজাতর নাম রাখছেন ফুটবলারদের নামে। তবে নেইমার নয়। সেখানে প্রাধান‌্য পাচ্ছে মেসি কিংবা মারাদোনার নামই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *