Bangla24x7 Desk : বেঞ্চে পা তুলে স্কুলে খাতা দেখছেন প্রধান শিক্ষক। পাশে বসে তাঁকে হাতপাখা দিয়ে হাওয়া করছেন এক শিক্ষিকা। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে।

দাবি করা হচ্ছে, ঘটনাটি প্রতাপগড়ের কুণ্ডা ব্লকের দুলুবামই তিওয়ারিপুর প্রাথমিক বিদ্যালয়ের। ওই স্কুলেরই প্রধানশিক্ষক ভানুপ্রতাপ। প্রচণ্ড গরমে তিনি নাকি কাহিল হয়ে পড়েছিলেন। তাই স্কুলেরই এক শিক্ষিকাকে পাশে বসিয়ে তাঁকে দিয়ে হাওয়া করানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ভানুপ্রতাপ বেঞ্চের উপর পা তুলে বসেছিলেন। এক খুদে পড়ুয়াকে দেখা গেল তাঁর পাশে দাঁড়িয়ে আছে। ভানুপ্রতাপ খাতা দেখছিলেন। আর তাঁর পাশে চেয়ারে বসে হাতপাখা দিয়ে হাওয়া করে যাচ্ছিলেন ওই শিক্ষিকা। ভিডিয়োটি কেউ লুকিয়ে তুলেছেন। আর সেটি ভাইরাল হতেই জেলা শিক্ষা মহলে শোরগোল পড়ে গিয়েছে।

জেলা শিক্ষা আধিকারিক ভূপেন্দ্র সিংহ জানিয়েছেন, ভিডিয়োটি তাঁদের হাতে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। তদন্তও করা হবে। যদি দেখা যায় ঘটনাটি সঠিক, তা হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *