Abhishek TMC : এমপি কাপ নয় , স্বাস্থ্য পরিষেবায় মেডিকেল ক্যাম্প , ডায়মন্ড হারবারে ঘোষণা সাংসদের

Bangla24x7 Desk : Abhishek TMC : এমপি কাপ নয় , স্বাস্থ্য পরিষেবায় মেডিকেল ক্যাম্প , ডায়মন্ড হারবারে ঘোষণা সাংসদের। তিনি মানবিকতার অপর নাম , তিনি মানবিক – ডায়মন্ড হারবারের তৃণমূলের অন্দরে কান পাতলে এই কথাটি প্রায়শই শোনা যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কার কথা বলা হচ্ছে ? তিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ! তিনি মানবিক। তিনি মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের স্বাস্থ্যজনিত সমস্যায় জন্য দীর্ঘদিন বাইরে থাকলেও এবার ডায়মন্ড হারবারের মানুষের স্বাস্থ্যজনিত সমস্যা মেটাতে বদ্ধপরিকর সাংসদ অভিষেক।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় নিজের কার্যালয় আসেন তৃণমূল সাংসদ। বিজয়া সম্মেলনী উপলক্ষে দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই শুভেচ্ছা জানান সাংসদকে। জনসংযোগের মধ্য দিয়ে আগামী কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। জানিয়ে দেন , ডায়মন্ড হারবার লোকসভায় চিকিৎসা পরিষেবায় নজর দিতে বদ্ধপরিবার তিনি। আমতলার দলীয় কার্যালয় , চার ঘন্টার উপস্থিতিতে স্বাস্থ্য শিবিরের রূপরেখা তৈরি করে দেন অভিষেক। কীভাবে হবে কাজ ?

চিকিৎসার জন্য দীর্ঘদিন বাইরে ছিলেন। নিজের সংসদীয় এলাকা থেকে ছিলেন অনেকটা দূরে। কিন্তু ফিরে আসামাত্রই ছুটে এলেন ডায়মন্ড হারবারে। অভিষেক জানিয়েছেন, ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রস্তুতি শেষ করে শিবির চালু করতে হবে। ৩০ থেকে ৪৫ দিন ধরে স্বাস্থ্য শিবিরগুলি চলবে। ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা কেন্দ্রে প্রায় ২৫০ থেকে ৩০০ স্বাস্থ্য শিবির খুলতে হবে। যে স্বাস্থ্য শিবিরে প্রতিদিন আমজনতাকে চিকিৎসা পরিষেবা দেবেন ৫০০ থেকে ৬০০ জন চিকিৎসক। থাকবে আলাদা টেস্ট রুম , যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করাতে পারবেন স্থানীয় বাসিন্দারা। এভাবেই চিকিৎসা পরিষেবা ব্যাপক সাফল্য পাবে বলেই মনে করেন সাংসদ।

Abhishek TMC : এমপি কাপ নয় , স্বাস্থ্য পরিষেবায় মেডিকেল ক্যাম্প , ডায়মন্ড হারবারে ঘোষণা সাংসদের

Read More : BJP Mithun Chakrabarty : মিঠুনকে খুনের হুমকি দিল লরেন্সের ‘বন্ধু’ পাকিস্তানি গ্যাংস্টার !

লোকসভার সাতটি বিধানসভা অঞ্চলেই স্বাস্থ্য শিবির করার ঘোষণা করেন সাংসদ , এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের পরিবর্তে আয়োজিত এই স্বাস্থ্য শিবির , সঙ্গে এটাও জানিয়ে অভিষেক। করোনা কালে ডায়মন্ড হারবার মডেল , ডক্টর অন হুইলস্ পরিষেবা – অভিষেকের উদ্যোগেই পরিচিত হয়েছিল ‘ডায়মন্ড হারবার মডেল’। যেখানে স্বাস্থ্য শিবির তৈরি করে সাধারণ মানুষজনকে করোনা পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হত। এরপর আবারো ডায়মন্ড হারবারের আমজনতার উন্নত স্বাস্থ্য পরিষেবায় নজর দিলেন সাংসদ। চিকিৎসা পরিষেবাকেই আরও উন্নত করে তুলতে অভিষেকের পরামর্শ , সংসদীয় এলাকা জুড়ে এত স্বাস্থ্য শিবির। অর্থাৎ জন্মভূমি দক্ষিণ কলকাতা হলেও কর্মভূমি ডায়মন্ড হারবার , যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে সেটা আবারো প্রমাণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *