TMC Abhishek : আবাসের ঘর ফিরিয়ে হিরো ডায়মন্ড হারবারের যুবক , আপ্লুত অভিষেক পাঠালেন শুভেচ্ছা বার্তা

Bangla24x7 Desk : TMC Abhishek : আবাসের ঘর ফিরিয়ে হিরো যুবক , আপ্লুত অভিষেক পাঠালেন শুভেচ্ছা বার্তা । গৃহশিক্ষকতা করে চলে সংসার। অর্থ সঞ্চয় করে নিজের একটা পাকা বাড়ি তৈরির স্বপ্ন দেখতেন দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের মড়িগাছির আনিসুর রহমান৷ কিন্তু আর পাঁচজনের থেকে চারিত্রিক দিক থেকে একটু হলেও আলাদা আনিসুর। তাও আবার চরিত্রগত ভাবে ? এই আলাদা চারিত্রিক মানসিকতার জন্য খোদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আচমকা সততার পুরষ্কার পেলেন আনিসুর রহমান ৷ নিজ সংসদীয় এলাকার সৎ যুবকের ব্যতিক্রমী সিদ্ধান্তে কুর্নিশ জানিয়েছেন সাংসদ অভিষেক। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার এবং ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ সহ সাংসদের প্রতিনিধি দল সাংসদের শুভেচ্ছাবার্তা ও উপহার নিয়ে ঐ গৃহশিক্ষকের বাড়িতে পৌঁছন৷

কিন্তু কি এমন সততার পরিচয় দিলেন তিনি ? বাড়ি করার স্বপ্নের জাল বুনলেই তো আর হবে না ! অর্থের জোগান তো চাই। নিয়ম মাফিক সরকারি খাতায় আবেদন তো জানান – ২০১৮ সালে নাম নতিভুক্ত করেন তিনি। এটা ২০২৪ সাল – তিনি তো বাড়ি করে ফেলেছেন আর আবাসের বাড়ি তিনি কি করবেন ? অবলীলায় ফিরিয়ে নিলেন বাড়ি তৈরির আবেদন। আজ্ঞে হ্যাঁ ! সুযোগ পেলেও সরকারি অর্থে বাড়ি করলেন না তিনি , বরং প্রকৃত আবাস যোজনার প্রাপককে বাড়ি তৈরির অনুরোধ জানালেন তিনি। আবাস তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য ব্লক প্রশাসনকে অনুরোধ করেন ঐ গৃহশিক্ষক৷

আজ্ঞে হ্যাঁ ! নিজের টাকায় বাড়ি করে ফেলেছেন , তাই বাড়ি তৈরির সরকারি অর্থ পেলেও তিনি নিতে পারবেন না , বরং যার সত্যিই প্রয়োজন তিনি পান আবাস যোজনার টাকা – নিজ সংসদীয় এলাকার সৎ যুবকের ব্যতিক্রমী সিদ্ধান্তে কুর্নিশ জানিয়েছেন সাংসদ অভিষেক। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে উপহার পেয়ে আপ্লুত আনিসুর রহমান৷ অবলীলায় ফিরিয়ে নিলেন বাড়ি তৈরির আবেদন। আজ্ঞে হ্যাঁ ! সুযোগ পেলেও সরকারি অর্থে বাড়ি করলেন না তিনি , বরং প্রকৃত আবাস যোজনার প্রাপককে বাড়ি তৈরির অনুরোধ জানালেন তিনি। আবাস তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য ব্লক প্রশাসনকে অনুরোধ করেন ঐ গৃহশিক্ষক ৷

TMC Abhishek : আবাসের ঘর ফিরিয়ে হিরো ডায়মন্ড হারবারের যুবক , আপ্লুত অভিষেক পাঠালেন শুভেচ্ছা বার্তা

Read More : Jotar Deul : তন্ত্রের সাথে শৈবশক্তির বন্ধন , দেউলের পোড়া মাটির শরীর ঘিরে ইতিহাসের হাতছানি

নিজ সংসদীয় এলাকার সৎ যুবকের ব্যতিক্রমী সিদ্ধান্তে কুর্নিশ জানিয়েছেন সাংসদ অভিষেক। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার এবং ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ সহ সাংসদের প্রতিনিধি দল সাংসদের শুভেচ্ছাবার্তা ও উপহার নিয়ে ঐ গৃহশিক্ষকের বাড়িতে পৌঁছন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *