Bangla24x7 Desk : মাত্র ১ মিনিটে পড়লেন শাড়ি , নয়া চ্যালেঞ্জ নিলেন Tollywood অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। চোখের নিমেষে ক্যামেরার সামনে শাড়ি পরে ফেলেছেন স্বস্তিকা। মাত্র এক মিনিটে শাড়ি পরে ফেলেছেন অভিনেত্রী। সেই ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এবার তিনি এক মিনিটে শাড়ি পরার চ্যালেঞ্জ নিতে তৈরি। সেকথা জানিয়েই নতুন একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওয় হলুদ ব্লাউজের সঙ্গে নীল পাড়ের সাদা শাড়ি পড়তে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। দক্ষ হাতে আঁচল নিচ্ছেন, আঙুলের ফাঁকে দিব্যি গুছিয়ে নিয়েছেন কুঁচি। মাত্র এক মিনিটেই সমস্ত কাজ করে ফেলেছেন অভিনেত্রী।
আবার বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানান শাড়ি এবং ব্লাউজটি পরমা ব্র্যান্ডের। তবে কোনও তথ্যের জন্য শান্তিনিকেতনের বহুরূপীর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বিনা ভাড়ায় শাড়ি পরার স্থানটি দেওয়ার জন্য ডিজাইনার অভিষেক রায়কে ধন্যবাদ জানিয়েছেন স্বস্তিকা। অভিনেত্রীর এই কেরামতি দেখে মুগ্ধ নেটিজেনরা।