Tourist hub : অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ! পর্যটনের পীঠস্থান 'এই দেশে' ভারতের '১০০ টাকা' '২০০০ টাকার' সমান !

Bangla24x7 Desk : Tourist hub : অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ! পর্যটনের পীঠস্থান ‘এই দেশে’ ভারতের ‘১০০ টাকা’ ‘২০০০ টাকার’ সমান ! আমরা তো ভারতের বাসিন্দা। সোজা কথায় আমরা ভারতীয়। আমাদের দেশে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ৫০ , ১০০ , ২০০ এবং সর্বোচ্চ ৫০০ টাকার নোটের প্রচলন আছে। আগে ১০০০ ও ২০০০ টাকার নোট থাকলেও এখন সেগুলি বাতিল বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে আপনি জানেন কি একটা বিষয় যে , আমাদের দেশের ১০০ টাকা অন্য একটি দেশে বহুমূল্য ! অর্থাৎ সেই দেশে আমাদের ১০০ টাকার মান সেই দেশের ২০০০ টাকার সমান। আজ্ঞে হ্যাঁ ! অবাক হচ্ছেন ? এটাই বাস্তব। শুধু তাই নয় , এশিয়ার এই দেশ পর্যটনের পীঠস্থান বলেই পরিচিত।

কোন দেশ ? অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য – সেই দেশের নাম ইন্দোনেশিয়া। জানলে অবাক হবেন ভারতে ১০০ টাকা মানে এখানে প্রায় ১৯০০ টাকা। মজার বিষয় হল এখানকার মুদ্রাও কিন্তু ‘টাকা’। জানলে অবাক হবেন যে দুর্দান্ত কারণে ভারতীয় পর্যটকদের কাছে এই দেশটি পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে, ইন্দোনেশিয়ায় আরও রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, তাই এটি ইন্দোনেশিয়ার রুপির উপরও প্রভাব ফেলে। এই কারণে এখানে ভারতীয় রুপি সবসময় শক্তিশালী। কয়েক শতাব্দী আগে পর্যন্ত এই দেশটি হিন্দু দেশ ছিল। কিন্তু এখন এটি বিশ্বের বৃহত্তম মুসলিম দেশগুলির তালিকায় পরে। তাই এখানে আপনি অনেক জায়গায় হিন্দু সংস্কৃতিরও আভাস পাবেন।

Tourist hub : অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ! পর্যটনের পীঠস্থান ‘এই দেশে’ ভারতের ‘১০০ টাকা’ ‘২০০০ টাকার’ সমান !

Read More : Gangasagar Bridge : মুড়িগঙ্গার উপর ‘গঙ্গাসাগর সেতু’ ! কোটি টাকার এই সেতু দেখতে কেমন ?

ইন্দোনেশিয়া ভারতীয়দের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করে। যার ফলে ভারতীয়রা এখান থেকে অনেক ব্যবসা করে থাকেন। আসলে, সারা বিশ্ব থেকে অনেক পর্যটক এখানে বালিতে আসেন। এখানে রুপির অসাধারণ শক্তি এই জায়গাটিকে ভারতীয়দের জন্য আরও সাশ্রয়ী করে তোলে। জানিয়ে রাখি , বালি সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল এলাকা, তাই এখানে হোটেলগুলি আরও ব্যয়বহুল। ইন্দোনেশিয়া ভারতীয়দের জন্য একটি জনপ্রিয় ভ্যাকেশন স্পট এবং দর্শনীয় স্থান। আমাদের দেশের ১০০ টাকা অন্য একটি দেশে বহুমূল্য ! অর্থাৎ সেই দেশে আমাদের ১০০ টাকার মান সেই দেশের ২০০০ টাকার সমান। আজ্ঞে হ্যাঁ ! অবাক হচ্ছেন ? এটাই বাস্তব। শুধু তাই নয় , এশিয়ার এই দেশ পর্যটনের পীঠস্থান বলেই পরিচিত। কোন দেশ ? অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য – সেই দেশের নাম ইন্দোনেশিয়া। জানলে অবাক হবেন ভারতে ১০০ টাকা মানে এখানে প্রায় ১৯০০ টাকা।