Travel Destination : সস্তায় থাকা-খাওয়া! অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য - কলকাতার ঠিক পাশেই নিউজিল্যান্ড !

Bangla24x7 Desk : Travel Destination : সস্তায় থাকা-খাওয়া! অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য – কলকাতার ঠিক পাশেই নিউজিল্যান্ড ! বেড়ানোর ইচ্ছা বাঙালীর অন্তরে অন্তরে । প্রখর গ্রীষ্মের উত্তাপ বা হাড় কাঁপানো শীত – কোন কিছুই কাবু করতে পারে না বাঙালীর ভ্রমণপ্রিয় রসনাকে। চলছে হ্যাপি নিউ ইয়ার উইক। ছুটির আমেজ গায়ে মেখে সপরিবারে অথবা বন্ধুবান্ধবদের সাথে টুক করে কাছেপিঠে কোথাও ঘুরে এলে কিন্তু মন্দ হয় না ! তাই তো একদিনের জন্য হলেও কাজকে টা টা করে পরিবার – পরিজন অথবা বন্ধুদের হাত ধরে বেরিয়ে পড়ুন দূরে থেকে বহু দূরে।

কিন্তু প্রশ্ন হল , যাবেন কোথায় ? আচ্ছা সময় পেলে তো আমরা কলকাতার বুকে ঘুরে আসি। যেমন ধরুন , নিক্কোপার্ক , সায়েন্স সিটি , ইকো পার্ক ! কিন্তু আপনি কি জানেন কোলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে রয়েছে নিউজিল্যান্ড ! কি চমকে উঠলেন নাকি ? আজ্ঞে হ্যাঁ ! ঠিক শুনেছেন। কিন্তু কোথায় ? বাঁকুড়া জেলার জঙ্গলমহলের একটা জায়গা। মাঝখানে অফুরন্ত সুবিশাল নীল জলরাশি – পরিষ্কার আকাশ , যা দেখলে আপনার মনে হতেই পারে আপনি পৌঁছে যাবেন নিউজিল্যান্ডের কোন এক জায়গায়। বাঁকুড়া থেকে ঝিলিমিলি আসা যায় খুব সহজেই। ঝাড়গ্রাম থেকে বিনপুর , শিলদা হয়ে বেলপাহাড়ি – পৌঁছে যাবেন ঝিলিমিলি। আর দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। মুকুটমণিপুর থেকে দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। ঝিলিমিলি থেকে আসতে হবে রায়তারা গ্রাম – সেই গ্রামের পাশেই রয়েছে জঙ্গল বেষ্টিত জলাধার – নাম তালবেড়িয়া। এই জলাধারে পাবেন মনের প্রশস্তি  , পাবেন বাঁকুড়ার স্নিগ্ধতা।

Travel Destination : সস্তায় থাকা-খাওয়া! অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য – কলকাতার ঠিক পাশেই নিউজিল্যান্ড !

Read More : Lemon Juice : আমরা জানি স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারি , কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা উপকারি ?

তবে লাগবে না বিমান পরিষেবা , কলকাতা থেকে কয়েক ঘণ্টার বাস জার্নি করলেই আপনি পৌঁছে যাবেন এইখানে , যা থেকে আপনি পাবেন একেবারেই স্বর্গের অনুভূতি। না , স্বর্গ মানে দেবতাদের জায়গা নয় , এটা স্বর্গের অপরুপ সুন্দর জায়গার মত – যা দেখলে অনায়াসে স্বর্গের সাথে তুলনা করা যায়। কোলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে রয়েছে নিউজিল্যান্ড ! কি চমকে উঠলেন নাকি ? আজ্ঞে হ্যাঁ ! ঠিক শুনেছেন। কিন্তু কোথায় ? বাঁকুড়া জেলার জঙ্গলমহলের এইটি একটা লুকানো জায়গা। মাঝখানে অফুরন্ত সুবিশাল নীল জলরাশি – পরিষ্কার আকাশ , যা দেখলে আপনার মনে হতেই পারে আপনি পৌঁছে যাবেন নিউজিল্যান্ডের কোন এক জায়গায়।  তাহলে আর কি ? একঘেয়ে কর্মব্যস্ত জীবন থেকে একটু অবসর নিয়ে পৌঁছে যান অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ তালবেড়িয়া , যেখানে অনন্ত সুবিশাল জলরাশি আপনাকে হাতছানি দিয়ে ডাকছে।