Bangla24x7 Desk : মানসিকভাবে অসুস্থ শুভেন্দু – এই খোঁচা ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূলের ছাত্র-যুব সংগঠন। টিএমসিপির সদস্যরা বিরোধী দলনেতার বাড়িতে ঢুকে গোলাপ ও কার্ড দিতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। সেই মতোই সোমবার বেলায় শুভেন্দুর বাড়ির সামনে পৌঁছে গেলেন শাসকদলের কর্মীরা।  তাঁর নিশানায় শাসকদলের নেত্রী ও সেনাপতি – মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা কারণে তিনি এই দু’জনকে টার্গেট করেই আক্রমণ করে বসেন। এবার তার পালটা দিতে নতুন কর্মসূচি গ্রহণ করল তাঁরা।

সোমবার থেকে শাসকদলের যুব-ছাত্র শাখা শুভেন্দুর সুস্থতা কামনা করে ‘গেট ওয়েল সুন’ লিখে, অভিষেকের একটি ছবি দেওয়া গ্রিটিংস কার্ড পাঠাবে। কুণাল বাবুর কথায়, ”আমার মনে হয় ওর বাড়িতে আছে ও। নাহলে অভিষেকের ছেলেকে নিয়ে এত বড় মিথ্যাচার! শুভেন্দু নামে যত মানুষ আছে সবাই সুস্থ ও ছাড়া কটাক্ষভরা কথায় কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ”মানসিকভাবে সুস্থ না হলে, তৃণমূলের বিরুদ্ধে লড়বেন কী করে? দিলীপ ঘোষকে গালাগাল করবেন কী করে? সুকান্তর চেয়ার ধরে টানবে কী করে?”

শুভেন্দুর একটি টুইট নিয়ে কটাক্ষের সূত্রপাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে। তার জন্য আলিপুরের পাঁচতারা হোটেলে সাফল্য উদযাপনের অনুষ্ঠান ছিল রবিবার। তা নিয়ে অভিষেককে বিঁধতে গিয়ে ভুল তথ্য দিয়েছেন বিরোধী দলনেতা। টুইটে তিনি উল্লেখ করেছেন, অভিষেকের ছেলের জন্মদিন পালিত হচ্ছে পাঁচতারা হোটেলে।

এই ভুল তথ্য যাতে জনমানসে প্রভাব ফেলতে না পারে, সেজন্য দলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন, ”অভিষেক খেলোয়াড়দের সঙ্গে মিটিং করলেন দুপুরে। আর শুভেন্দু লিখলেন রাতে – ছেলের জন্মদিন। ‘আয়ুষ্মান ভব’ লেখা উচিত। সেখানে সনাতনী কথা বলেন এই শুভেন্দু ? আজ তিনি ‘এবি ফোবিয়া’য় ভুগছে। সমাজে এই ধরনের ‘পাগল’ হাজির হলে অসুবিধা। রাজনীতি করতে হলে সুস্থতা দরকার। কুৎসিত সব শব্দ প্রয়োগ করছেন। আমরা অনুভব করছি, শুভেন্দুর দিশাহারা অবস্থা পাগলামির লক্ষণ। একটা উদ্বেগ কাজ করছে। একটা চিকিৎসা দরকার। অভিষেক দেখছেন চারিদিকে। তাঁর ৩ বছরের ছেলেকে নিয়ে মিথ্যাচার করতে হচ্ছে।” তাঁর আরও খোঁচা – ‘জল পড়ে পাতা নড়ে/ পাগলা শুভেন্দুর মাথা নড়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *