Bangla24x7 Desk : ‘জাতীয় দলের তকমা পাওয়ার যোগ্যতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস’। ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সরব শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, জাতীয় দলের তকমা পেতে হলে যে যে শর্ত মানতে হয়, তার কোনওটিই পালন করতে পারেনি এরাজ্যের শাসকদল। ইতিমধ্যেই এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন শুভেন্দু।

ত্রিপুরা এবং মেঘালয়ে ভোটে লড়েছে বাংলার শাসকদল তৃণমূল। ত্রিপুরায় একটি আসনে জিততে পারেনি জোড়াফুল শিবির। তবে, প্রথম বার মেঘালয়ে লড়ে ৫টি আসনে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার ভিন রাজ্যের বিধানসভা নির্বাচনের এই ভোট পরিসংখ্যান তুলে ধরে তৃণমূলের জাতীয় দলের তকমা বাতিল করার দাবি তুললেন শুভেন্দু। বিজেপি নেতার দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনও রাজনৈতিক দলকে জাতীয় দলের স্বীকৃতি পেতে হলে যে সমস্ত শর্ত পূরণ করতে হয়, তৃণমূল কংগ্রেস তা করতে ব্যর্থ। এই কারণে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জাতীয় দলের তকমা কেড়ে নেওয়া হোক।

এদিনের ট্যুইটে উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের মোট প্রাপ্ত ভোটের হিসেবও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। লেখেন, ‘তৃণমূল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল’। ত্রিপুরা বিধানসভা ভোটের ফলাফল সামনে আসার সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার ট্যুইট করে কটাক্ষের সুরে বলেছিলেন , ‘ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ‘নোটা’র কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তোলামুল পার্টি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *