Bangla24x7 Desk : বিছানায় হেলান দিয়ে বসে বিধায়ক। পাশে বসে পা টিপে দিচ্ছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান অর্থাৎ পঞ্চায়েত সদস্যা। বিছানা হেলান দিয়ে বসে বিধায়ক অসিত মজুমদার। তাঁর পা টিপে দিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা রুমা রায় পাল। নিজেই সেই ছবি পোস্ট করেছিলেন রুমা দেবী। লিখেছিলেন, “আমার গুরু, আমার ভগবান, তার সেরা করে আমি ধন্য।” যা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। জানা গিয়েছে, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির অংশ হিসেবে হুগলির দেবানন্দপুরে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক। ওই এলাকার এক বাসিন্দার বাড়িতে ছিলেন তিনি। সেখানেই তাঁর পা টিপে দেন রুমা দেবী।

ণমূল বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় বিজেপি নেতারা। বলা হয়, “বিধায়কের পলিসি খুব পরিস্কার। গিভ অ্যান্ত টেক। কিছু পেতে হলে কিছু দিতে হবে। আর এরকম অনেককেই উনি দাসী বানিয়ে রেখেছেন।” যদিও এই ছবিতে বিতর্কের কিছু নেই বলেই দাবি রুমাদেবীর। তিনি বলেন, “একমাস আগে অসিতবাবুর পায়ে অস্ত্রোপচার হয়েছে। দিনভর কর্মসূচির পর ওনার পায়ে টান ধরেছিল। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তাই ওনার সেবা করেছি। উনি বিধায়ক বলে এটা করা যাবে না, এমনটা হতে পারে।” ছবি বিতর্কে মুখ খুলেছেন বিধায়কও। তিনিও জানিয়েছেন অস্ত্রোপচারের বিষয়টি। পালটা তোপ দেগেছেন বিজেপিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *