Bangla24x7 Desk : এবার সৌমিত্র-সুজাতার সম্পর্ক নিয়ে ব্যক্তিগত কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়ের কণ্ঠে। কিছুদিন আগেই BJP সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁর স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। বিবাহবিচ্ছেদ মামলার জন্য আবেদন করেছেন তাঁরা। সুজাতার দাবি ছিল, তাঁদের সম্পর্কের মধ্যে অন্য মহিলাকে নিয়ে এসেছিলেন সৌমিত্র খাঁ। ওই মহিলা বিবাহিত বলে দাবি করেছিলেন সুজাতা মণ্ডল। অন্যদিকে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি সৌমিত্র খাঁ। তবে জীবন থেমে থাকে না, এই মন্তব্য শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। রাজ্য রাজনীতির দুই অন্যতম আলোচিত মুখের ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো শোরগোল পড়েছিল বাংলায়।
কিন্তু, এবার লোকসভায় সৌগত রায়ের মন্তব্যে উঠে এল তাঁদের ব্যক্তিগত জীবন। এদিন বাজেট বিরোধিতায় সরব হতে দেখা যায় এই তৃণমূল সাংসদকে। কিন্তু, বক্তব্য রাখার সময় সৌমিত্র খাঁয়ের তরফে কিছু মন্তব্য ভেসে আসে। সৌগত রায়ের তরফে মন্তব্য শোনা যায়, “তোমার বউ পালিয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। বউ চলে যাওয়ার পর ওর তার কেটে গেছে।” যদিও তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা অবশ্য সৌগত রায়কে সতর্ক করেন। একজন বর্ষীয়ান সাংসদের মুখ থেকে এই ধরনের কথা শোভা পায় না, জানান তিনি। যদিও তাঁর বক্তব্য পেশের মধ্যে অন্যরা কেন কথা বলছেন, সেই বিষয়টি তুলে ধরেন বিরোধী সাংসদরাও। তবে ওম বিড়লা স্পষ্ট জানিয়ে দেন, যদি অন্যরাও এই ধরনের মন্তব্য করেন সেক্ষেত্রে তাঁদের ক্ষেত্রেও একই কথা বলবেন তিনি।
বৃহস্পতিবার বাজেটের বিরুদ্ধে সুর চড়াতে শোনা যায় সৌগত রায়কে। তিনি বলেন, “এই বাজেটে কোনও ভিশন নেই, তা জনবিরোধী বাজেট…”। একইসঙ্গে, রাজ্যকে প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য শোনা যায় তাঁর কণ্ঠে। একুশের নির্বাচনের আগেই রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের সম্পর্কে চিড়। ভোটের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন সুজাতা মণ্ডল। সেই সময় কান্নায় ভেঙে পড়েছিলেন সৌমিত্র খাঁ। ভোটে লড়াই করলেও পরাজিত হয়েছিলেন সুজাতা মণ্ডল। তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলা চলছে আদালতে। সম্প্রতি সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন সুজাতা। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে মৌনই থাকতে দেখা গিয়েছে সৌমিত্রকে।