Bangla24x7 Desk : মৌসুমী বায়ুর মেগা ইনিংস দেশজুড়ে। সঙ্গে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোরালো উপস্থিতি। আবহাওয়ার চরম রদবদল শুরু হয়ে গিয়েছে প্রায় সব রাজ্যেই। মৌসুমী বায়ু সক্রিয় হতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। মঙ্গলবার থেকে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। আজ, বুধবার থেকে বৃষ্টি আরও বেড়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ এবং বীরভূমে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা ও তৎসংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনেই তা টের পাওয়া যাবে। বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতাতেও হবে বৃষ্টি। মঙ্গলবার প্রায় দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায়। বুধবার সকাল থেকেও সূর্যের দেখা মেলেনি। বাড়ির বাইরে পা রাখতে গেলে ছাতাই ভরসা। খুব ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হয়েই চলেছে। অন্যদিকে, মৌসম ভবন মঙ্গলবারই ঘোষণা করে দিয়েছে যে গোটা দেশে বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই। নির্ধারিত সময়ের ৬ দিন আগেই গোটা দেশে বর্ষা পৌঁছে গিয়েছে। তবে বাংলায় কিছুটা দেরিতে ঢুকেছে বর্ষা , রাজস্থানে পৌঁছেছে তাড়াতাড়ি। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাত, অসম ও হরিয়ানাতে। একটি অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে মিজোরাম পর্যন্ত। এই অক্ষরেখাটি উত্তর প্রদেশ, বিহার, উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।