Bangla24x7 Desk : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মঙ্গলবার মল্লিকবাজার এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

হাসপাতাল সূত্রে খবর, পরপর দু’বার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল বেলেঘাটার প্রাক্তন বিধায়কের। এরপর থেকে তাঁর মাথায় রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এদিন দুপুরে জীবনযুদ্ধে হার মানলেন তিনি। তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বাম ছাত্র ও যুব আন্দোলনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ মানব মুখোপাধ্যায়ের। তৃণমূলস্তরে রাজনীতি করেছেন সারাজীবন। সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন তিনি। পরবর্তীকালে বেলেঘাটার বিধায়ক হন। টানা ২০ বছর এই দায়িত্ব সামলেছেন। বাম আমলে পেয়েছিলেন মন্ত্রিত্বও। এদিন দুপুরে জীবনযুদ্ধে হার মানলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *