Bangla24x7 Desk : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলদাসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। দাসত্ব করছেন কমিশনাররা। শিব সেনারপ্রতীক এবং নাম হাতছাড়া হওয়ার পরই ফুঁসে উঠলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সঙ্গে জানিয়ে দিলেন আসন্ন বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন তাঁর দল লড়বে মশাল চিহ্ন নিয়েই। আর তাতেই উচিত শিক্ষা দেওয়া হবে চোরেদের। উদ্ধব এদিন জানিয়ে দিলেন, আসন্ন বিএমসি নির্বাচনে ( মশাল নিয়েই লড়বেন তিনি। আর নতুন প্রতীকেই উচিত শিক্ষা দেবেন চোরেদের।

বাবার প্রতিষ্ঠিত দল থেকেই তিনি বিতড়িত। নির্বাচন কমিশনের কাছে ‘সুবিচারে’র প্রত্যাশায় ছিলেন। কিন্তু কমিশনের সিদ্ধান্তও গিয়েছে বিপক্ষে। শিব সেনা পরিবারের বাইরে থেকে এসেও দলের প্রতীক এবং নাম ব্যবহার করার অনুমতি পেয়ে গিয়েছেন একনাথ শিণ্ডে। বস্তুত উদ্ধব ঠাকরে এখন ঘরে থেকেও ঘরছাড়া। নিজের বাবার তৈরি দলেই ব্রাত্য। স্বাভাবিকভাবেই তিনি ক্ষুব্ধ। ভিতরে ভিতরে রক্তাক্ত। সেই ক্ষোভ আর গোপন করছেন না উদ্ধব। একযোগে একনাথ শিণ্ডে এবং নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় তোপ দাগলেন শিব সেনার ঠাকরে শিবিরের প্রধান।

উদ্ধব ঠাকরে বলছেন, বালাসাহেবের নাম সবাই ব্যবহার করতে চায়। মোদিকেও মহারাষ্ট্রে ঢুকতে হলে বালাসাহেবের মুখোশ পরতে হয়। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে চোর। শিব সেনা পরিবারের বাইরে থেকে এসেও শিব সেনার তির ধনুক প্রতীক চুরি করেছেন তিনি। তাঁর অভিযোগ, শিব সেনার সঙ্গে যে আচরণ করা হল, সেটা স্বাধীনতার ৭৫ বছরে আর কোনও দলের সঙ্গে করা হয়নি। সমর্থকদের উদ্দেশে তাঁর আহ্বান, যারা আমাদের প্রতীক চুরি করল, তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দেগে উদ্ধব দাবি করেন, নির্বাচন কমিশন মোদির দাসত্ব করছে। কমিশনের কোনও আধিকারিক হয়তো অবসরের পরই কোনও রাজ্যপাল হয়ে যাবে। কদিন আগেই যেমন একজন বিচারক হলেন। সেভাবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *