Bangla24x7 Desk : দলবদলের বাজারে বাগানে বসন্ত। ভারতীয় ফুটবলের ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে চর্চিত নাম লালেংমাউইয়া রালতে (আপুইয়া) সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে চলেছেন। মুম্বই সিটি এফসির মিজো ফুটবলারকে পেতে লড়াইয়ে নেমেছিল ইস্টবেঙ্গলও। শেষ ল্যাপে একপ্রকার বাজিমাত গঙ্গাপারের ক্লাবের। ট্রান্সফার ফি সমেত বড় অঙ্কের টাকায় আপুইয়াকে সই করানোর পথে মোহনবাগান। দলবদলের বাজারে একেবারে চমক বাগান ম্যানেজমেন্টের। সাহাল আব্দুল সামাদ , অনিরুদ্ধ থাপাদের পর আরও এক জাতীয় দলের নির্ভরযোগ্য মিডিও বাগানের হয়ে খেলতে চলেছেন। সূত্রের খবর, দীর্ঘমেয়াদী চুক্তিতেই আপুইয়াকে নিচ্ছে মোহন বাগান। আইএসএলের ফাইনালে মুম্বই মাঝমাঠে দাপটের সঙ্গে খেলেন আপুইয়া। তাঁর দাপটের কাছে ম্লান হয়ে যান জনি কাউকোরা। মাঝমাঠের রাশ কার্যত একার হাতে তুলে নেন আপুইয়া। দুরন্ত আপুইয়া নজরে পড়ে যান মোহন বাগান কর্তাদের। এদিকে মুম্বই সিটিও তাঁকে দলে রাখতে চেয়েছিল। কিন্তু ছকোটির কাছাকাছি বেতন পাবেন তিনি। দিতে হবে মোটা অঙ্কের ট্রান্সফার ফিও।
এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে মোহন বাগান। তার জন্য শক্তিশালী দল গড়ছে সবুজ-মেরুন। দিনকয়েক আগে মোহন বাগান ঘোষণা করেছে হাবাসের পরিবর্তে নতুন মরশুমে দলকে কোচিং করাবেন হোসে মোলিনা। অস্ট্রেলিয়ার এ লিগের তারকা স্ট্রাইকার জেম ম্যাকলারেনের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে মোহন বাগান। মোলিনার পছন্দসই বিদেশি আসবে বাগানে। তার উপরে জাতীয় দলের তারকা ফুটবলাররা তো রয়েছেনই। আপুইয়ার অন্তর্ভুক্তি যে মোহন বাগানকে আরও শক্তিশালী করবে, তা বলাই বাহুল্য। বুধ সকালে মোহন বাগানের অনুশীলনে আরও এক চমক। বাগানের রিজার্ভ টিমের অনুশীলনে দেখা গেল আই লিগের সর্বোচ্চ গোলদাতাকে। আইজল এফসির হয়ে গত আই লিগে সাড়া ফেলে দেওয়া স্ট্রাইকার লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে দেখা গেল বাগান অনুশীলনে। দীর্ঘক্ষণ রিজার্ভ দলের কোচ ডেগি কার্ডোজোর সঙ্গে কথা বলেন তিনি।