Bangla24x7 Desk : জোটসঙ্গী নীতীশ কুমারের দাবিও আংশিকভাবে মানল কেন্দ্র। বিহারের জন্য বাজেটে একাধিক বিশেষ প্রকল্প ঘোষণা করা হল। বিহারকে সরাসরি আর্থিক প্যাকেজ না দেওয়া হলেও পরিকাঠামো খাতে একাধিক বড় ঘোষণা করা হল। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করল মোদি সরকার। নতুন একগুচ্ছ সড়ক তৈরি হবে। ৩টি হাই রোড তৈরি হবে। বিহারে ২৪০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টেরও ঘোষণা করেছেন নির্মলা। একই সঙ্গে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং নতুন স্টেডিয়াম তৈরি হবে। শুধু বিহারের বন্যা নিয়ন্ত্রণে সাড়ে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এর পাশাপাশি গয়ার বিষ্ণুপদ মন্দির করিডর তৈরি হবে কাশী বিশ্বনাথ করিডরের ধাঁচে। বুদ্ধগয়ার উন্নয়নে বাড়তি বরাদ্দ করা হবে। নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরার জন্য প্যাকেজ দেবে মোদি সরকার।
এদিন কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে, সড়ক পরিবহণের গতি আরও বাড়াতে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগলপুর এক্সপ্রেসওয়ে হচ্ছে। বোধগয়া-রাজগীর-বৈশালী-দ্বারভাঙাও পাবে সড়কের নয়া দিশা। বক্সারে দু’ লেন ব্রিজ হবে গঙ্গার উপর। বিহারের রাস্তা, বিদ্যুতের জন্য ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কাশীর ধাঁচে হবে গয়া, বুদ্ধগয়ায় মন্দির-করিডর। রাজগীর-নালন্দাতেও উন্নয়নের কাজ হবে। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হোক, চেয়েছিল নীতীশ কুমারের জেডিইউ। সে ‘আবদার’ রাখতে পারেনি কেন্দ্র। পত্রপাঠ সে আর্জি খারিজ করে দেওয়া হয়। তবে নীতীশের রাজ্যকে হতাশ করল না কেন্দ্রের বাজেট। বলা ভাল, নীতীশ কুমার শাসক-জোটে থাকার ফয়দা তুলেই ছাড়লেন।