Bangla24x7 Desk : রাজ্য তথা দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পর্যটন। সাম্প্রতিককালে এর অন্যতম নজির অযোধ্যার রাম মন্দির। তাই এবারের বাজেটে পর্যটনের উপর বিশেষ জোর দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ফের মন্দিরকে কেন্দ্র করেই তীর্থক্ষেত্রের পর্যটনকে চাঙ্গা করতে উদ্যোগী কেন্দ্র। মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা থেকেই তা স্পষ্ট। শরিক দলের রাজ্য বিহারের জন্য ঢালাও আর্থিক প্রতিশ্রুতির পাশাপাশি পর্যটনের উন্নয়নের সেই বিহারকেই বেছে নেওয়া হল। নির্মলার ঘোষণা , বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, বিষ্ণুপদ মন্দির, রাজগিরের মতো হিন্দু , জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র একসূত্রে বাঁধতে কাশী-বিশ্বনাথের মতো করিডর তৈরি করবে কেন্দ্র। পাশাপাশি পুরী থেকে শুরু করে দারিংবাড়ি, সিমলিপাল, সীতাকুণ্ড সহ নানা দ্রষ্টব্য স্থান রয়েছে ওড়িশায়। এছাড়া অনেক স্থানই রয়েছে অনাদরে। সেই সমস্ত স্থানের পর্যটনের প্রসার ঘটাতে ওড়িশা সরকারকে সবরকম সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

এনডিএ জোটের অন্যতম শরিক-রাজ্য বিহারের জন্য ঢালাও আর্থিক প্রতিশ্রুতি ঘোষণার পাশাপাশি পর্যটনেও গতি আনতে বিশেষ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মন্দির থেকে নালন্দার মতো ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করে পর্যটন চাঙ্গা করতে বিশেষ সহায়তা প্রদানের প্রস্তাব ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সম্প্রতি বিহারের হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির একটি বিভাগের সঙ্গে ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথ সমীক্ষায় দাবি করেছেন, মহাবোধি মন্দিরের গর্ভে লুকিয়ে বহু প্রত্নতাত্ত্বিক সম্পদ। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের দাবি, চিনা পরিব্রাজক হিউ-এন-সাংয়ের পদচিহ্ন সম্বলিত প্রত্নতাত্ত্বিক তথ্য মিলতে পারে এখান থেকে। খননকাজ করলে হয়তো তার পুরো চিত্র পাওয়া যাবে। আর এই দাবির পর আরও বেশি করে এই এলাকার পর্যটনে নজর দিল কেন্দ্র। বিহারের পাশাপাশি ওড়িশার পর্যটনের উন্নয়নেও বিশেষ সহায়তা প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। ২১ বছর পর নবীন পট্টনায়েক সরকারকে পরাজিত করে ওড়িশার ক্ষমতায় এসেছে বিজেপি। তাই এবারের বাজেটে ওড়িশার উপর জোর দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *