Bangla24x7 Desk : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে ঋণী দেশ। কোনও কংগ্রেস নেতা নয় , এমন কথা খোদ মোদি সরকারের মন্ত্রী নীতীন গড়করির মুখে! গত শতাব্দীর নয়ের দশকের সূচনায় উদার অর্থনীতিকরণের মাধ্যমে মনমোহন সিং দেশকে যে নয়া দিশা দেখিয়েছিলেন, সে প্রসঙ্গের উল্লেখ করে প্রবীণ রাজনীতিবিদকে একেবারে প্রশস্তিতে ভরিয়ে দিলেন গড়করি।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে মনমোহনের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ”উদার অর্থনীতির মাধ্যমে দেশ নতুন দিশা পেয়েছিল। যে কারণে মনমোহন সিংয়ের কাছে দেশ ঋণী।” আর এই উদারীকরণ যে কৃষক থেকে শুরু করে দরিদ্র মানুষদের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছিল, সেকথাও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মনমোহন। স্মৃতিচারণ করতে গিয়ে গড়করি বলেন, সেই সময় তিনি ছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী। এবং উদার অর্থনীতির দেখানো পথেই তিনি সেই সময় রাস্তা তৈরির টাকা জোগাড় করতে পেরেছিলেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের বাজেটেই প্রথম উদার অর্থনীতির দিকে হাঁটা শুরু করে ভারত। তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের সেই ‘মাস্টারস্ট্রোক’ যে লাইসেন্সরাজের কবলে পড়ে থাকা দেশকে নতুন আলো দেখিয়েছিল তা মানেন রাজনীতিক থেকে অর্থনীতিবিদ, সমাজবিদ সকলেই। সেদিনের সেই অর্থনৈতিক সংস্করণের উল্লেখ করেই এদিন মনমোহন-প্রশস্তি বিজেপি নেতা তথা মোদির মন্ত্রীর মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *