Bangla24x7 Desk : বিনা প্রতিদ্বন্দ্বিতায় BCCI সভাপতি রজার বিনি , স্থির করলেন আগামীর লক্ষ্য। প্রেসিডেন্টের চেয়ারে বসার দিনেই বিনি জানিয়ে দিলেন দুটো বিষয়ে তিনি গুরুত্ব দেবেন। বিসিসিআইয়ের প্রেসিডেন্টের চেয়ারে বসার আগে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে কাজ চালান রজার বিনি। ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিনি।

সেই দুটো বিষয় কী ? ভারতীয় ক্রিকেটে ইদানীং চোট-আঘাতের সমস্যা বাড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ। বুমরাহ ছিটকে যাওয়ায় ভারতের পরিকল্পনা ধাক্কা খেয়েছে বড়সড়। কোভিড থেকে সেরে ওঠা মহম্মদ শামিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে অজি ভূমে। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শামি চমকে দেন। তার পরে অনেকেই মনে করছেন শামিকেই দেখা যাবে বিশ্বকাপ দলে। অর্থাৎ খেলোয়াড়দের চোট প্রবণতা কাটানোর দিকে নজর দেবেন বিনি।

বিনি বলছেন, ”বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আমি প্রাথমিক ভাবে দুটো বিষয়ের উপরে নজর দিতে চাই। প্রথমটাই হল প্লেয়াররা যেন চোট না পায় তা দেখা। বিশ্বকাপের ঠিক আগে চোট পায় জশপ্রীত বুমরাহ। আর তার ফলে পরিকল্পনা সব এলোমেলো হয়ে যায়। দ্বিতীয়ত, দেশের পিচগুলোর দিকে নজর দিতে চাই।” দেশের হয়ে ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ানডে খেলেন তিনি। ২৭টি টেস্ট থেকে ৪৭ উইকেট সংগ্রহ করেন বিনি। ওয়ানডেতে ৭৭টি উইকেটের মালিক তিনি। কোচ হিসেবে ২০০০ সালে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন রজার বিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *