Bangla24x7 Desk : এবার কোনও মামলায় সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশিকা আঞ্চলিক ভাষাতেও প্রকাশিত হবে। বুধবার এমনটাই জানালেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সাধারণতন্ত্র দিবস থেকেই শুরু হতে চলেছে এই ব্যবস্থা।
উল্লেখ্য, প্রধান বিচারপতি জানিয়েছেন, সমস্ত আঞ্চলিক ভাষাতেই যেন রায় পড়ানো হয়, সেটাই এই মিশনের লক্ষ্য। তবে এখনই সমস্ত ভাষায় রায় পড়া যাবে না। প্রাথমিক ভাবে হিন্দি, ওড়িয়া, তামিল ও গুজরাটি ভাষাতেই মিলবে এই সুবিধা। ধীরে ধীরে অন্য ভাষাগুলি যুক্ত হবে। আপাতত তালিকায় নেই বাংলার নাম। ইতিমধ্যেই ওড়িয়ায় ২১টি, মারাঠা ভাষায় ১৪টি, অসমিয়া ভাষায় ৪টি, গারো ভাষায় ১টি, কন্নড় ভাষায় ১৭টি, মালয়ালম ভাষায় ২৯টি রায় অনূদিত হয়েছে।
গত ২ জানুয়ারি থেকেই ‘ই-এসসিআর’ প্রকল্প শুরু করেছে কেন্দ্র। এর ফলে অনলাইনেই পড়া যাচ্ছে শীর্ষ আদালতের রায়। ইতিমধ্যে সেখানে ৩৪ হাজার রায় সেখানে পড়া যাচ্ছে। এবার ২৬ জানুয়ারি থেকে সেখানেই প্রকাশ করা হবে ১ হাজার ৯১টি রায়। এগুলি লেখা থাকবে আঞ্চলিক ভাষায়। কেবল ‘ই-এসসিআর’-এর ওয়েবসাইট নয়, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও এগুলি প্রকাশ করা হবে।