Sundarbans Honey : ১০১ কেজি সুন্দরবনের মধুতে রামলালার পুণ্যস্নান - পাঠালেন দক্ষিণ ২৪ পরগনার RSS প্রচারক দিলীপ

Bangla24x7 Desk : Viral Ramlalas Picture : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামলালার ছবি – আসল মূর্তি নয় ! সংশয় প্রকাশ প্রধান পুরোহিতের। ‘প্রাণপ্রতিষ্ঠা’র ঠিক আগেই মূর্তির আবরণ উন্মোচন হবে। এখন হলুদ কাপড়ে মূর্তির মুখ ঢেকে রাখা রয়েছে। হাতও ঢাকা। গায়ে জড়ানো রয়েছে সাদা চাদর। তবে একই সঙ্গে তিনি বলে রাখলেন, সত্যিই যদি এই মূর্তির ছবি ছড়িয়ে গিয়ে থাকে, তবে তার তদন্ত হওয়া দরকার।

আচার্য সত্যেন্দ্র বলেন, ‘‘প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হওয়ার আগে রামলালার খোলা চোখ দেখা যাবে না। খোলা চোখের যে ছবি ছড়িয়ে পড়েছে সেটা আসল মূর্তি নয়। শুক্রবারই রামলালার নতুন মূর্তি আনা হয়েছে মন্দিরে। গর্ভগৃহে ঢোকানোর সময়ে মন্দির কর্তৃপক্ষ ছাড়া নির্মাণকর্মীরা উপস্থিত ছিলেন। সেই সময়ে মূর্তির চোখমুখ ঢাকা ছিল। আগে থেকেই কথা ছিল পার্বণ শুরুর চতুর্থ দিনে মূর্তি আনা হবে। আবরণ থাকবে সেই সময়ে।

Ram Came : মুখে স্মিত হাসি , কপালে সাদা-লাল তিলক - রামলালার পূর্ণ অবয়ব প্রকাশ শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং আরএসএস প্রধান মোহন ভাগবত অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে উপস্থিত থাকবেন ‘প্রাণপ্রতিষ্ঠা’র সময়ে। তার ঠিক আগে নতুন মূর্তির আবরণ উন্মোচন হবে। পূজারীদের প্রধান লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে আরও অনেক পুরোহিত সেখানে থাকবেন।

Viral Ramlalas Picture : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামলালার ছবি – আসল মূর্তি নয় ! সংশয় প্রকাশ প্রধান পুরোহিতের

Ramlalas Life Established : রামলালার প্রাণ প্রতিষ্ঠা : আমন্ত্রিত তালিকায় রাম মন্দির মামলার রায়দানকারী ৫ বিচারপতি

January 22 Ramlala : ২২ জানুয়ারি রামলালার প্রাণ-প্রতিষ্ঠা : কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা

Subvendu In High : মমতার ‘সংহতি’ মিছিল আটকাতে হাইকোর্টে শুভেন্দু – আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন

Rama Navami : রাম নবমী নয় ! অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের জন্য ২২ জানুয়ারি কেন ? কি বলছে শাস্ত্রীয় রীতি ?

অনান্য খবর : – Victoria House Is : “ভিক্টোরিয়া হাউসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয়” – কটাক্ষ নওশাদের

হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ আইএসএফের সেই আবেদনে শর্ত সাপেক্ষে সায় দিলেও, শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়। ধর্মতলার পরিবর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার অনুমতি পান নওশাদেরা। শনিবার নওশাদ জানান, আদালতের শর্ত মেনেই এক হাজার জনের কম কর্মী-সমর্থককে নিয়ে রবিবার ইন্ডোরে সভা করবে আইএসএফ। রাজ্য সরকার পুলিশকে দিয়ে সভা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ Continue Reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *