New Delhi: Prime Minister Narendra Modi receives Russian President Vladimir Putin at Hyderabad House in New Delhi, Monday, Dec. 6, 2021. (PTI Photo/Arun Sharma) (PTI12_06_2021_000315B)

Bangla24x7 Desk : অসুস্থতার গুজব উড়িয়ে ভারত সফরে আসতে পারেন ভ্লাদিমির পুতিন। আগামী বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনে শামিল হবেন রুশ প্রেসিডেন্ট। এমনটাই জানিয়েছেন পুতিনের মুখপাত্র শ্বেতলানা লুকাশ। ইউক্রেন যুদ্ধের আবহে এই খবর যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। এবছর ইন্দোনেশিয়ার সামিটে গরহাজির থাকলেও ভারতে হাজির থাকতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছে মস্কো। তাৎপপর্যপূর্ণ ভাবে, এবারের সামিটে ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান চেয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি। এটা যুদ্ধ করার সময় নয় বলে মন্তব্য করেন নমো। সেই সুরে সুরে মিলিয়ে সম্মেলন শেষে ইউক্রেনে ‘রুশ আগ্রাসনে’র বিরুদ্ধে যৌথ বিবৃতি দেওয়া হয়। বলে রাখা ভাল, সম্মেলন চলাকালীন একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নমোর করমর্দন নিয়ে রীতিমতো আলোচনার ঝড় বয়ে গিয়েছে বিশ্লেষক মহলে। এই বিষয়ে রুশ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন পুতিনের মুখপাত্র শ্বেতলানা লুকাশ। তিনি বলেন, “তিনি অবশ্যই সেখানে (জি-২০) যাবেন বলে আমি আশা করছি। তবে এখনও অনেক সময় আছে। গোটা বিষটা নির্ভর করবে তাঁর (পুতিনের) উপর। আমি মনে করি, এমন আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার হাজির থাকা জরুরি। জি-২০ সম্মেলনের একটি অনুষ্ঠানেও আমি অনুপস্থিত থাকতে চাই না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *