Bangla24x7 Desk : অরিজিৎ সিংয়ের ইকো পার্কের কনসার্ট বাতিল নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। বিরোধী শিবিরের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার অরিজিৎ। একধাপ এগিয়ে পাকিস্তানি গায়ক গুলাম আলির শো বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো টুইট টেনে তৃণমূলকে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ করেছে বামেরাও। পালটা তৃণমূলের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বিজেপি-বামেরা অযথা রাজনীতি করছে।
পাকিস্তানি গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল হওয়ার প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় টুইটারে লিখেছিলেন, “সংগীতকে সীমানার বেড়াজালে আটকানো যায় না। সংগীত হৃদয়ের ছন্দ। গুলাম আলিজির অনুষ্ঠান কলকাতায় হতে পারে। আমরা তার ব্যবস্থা করব।” অতীতের এই টুইট টেনেই মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা। টুইটের স্ক্রিনশট দিয়ে শুভেন্দু লিখেছেন, পাকিস্তানি গায়কের বেলা সংগীতকে সীমানার বেড়াজালে আটকানো যায় না আর হিন্দুস্তানি গায়কের বেলা বিষয়টা বদলে যায়।
শুধু শুভেন্দু নন, বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। বলেন, “বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবে তৃণমূল বাংলার শিল্প-সংস্কৃতিকে ধ্বংস করছে।”