Bangla24x7 Desk : ঠোঁটের জাদুতে মন ভোলাতে চান ? স্কিন টোন অনুযায়ী বেছে নিন লিপস্টিকের রং। লিপস্টিকের প্রতি ভালোবাসা নেই, এমন নারীর সংখ্যা নেহাতই কম। কিন্তু ইচ্ছা হল আর বাজার চলতি যে কোনও রঙের লিপস্টিক পরে ফেললেই হবে না। নয় তো দেখা যাবে যেকোনও লিপস্টিকের রং দিয়ে ঠোঁট আঁকতে গিয়ে সাজগোজই ভেস্তে গেল। 

ওয়াইল্ড বেরি : কালো হোন বা ফরসা, তাতে কি যায় আসে? পছন্দ হলে অনায়াসেই হাত বাড়াতেই পারেন ওয়াইল্ড বেরি শেডের লিপস্টিকের দিকে। কে বলতে পারে, ওয়াইল্ড বেরি ঠোঁটই হয়তো কেড়ে নিতে পারে হাজারও চোখের ঘুম।  

শ্যামবর্ণ : কোনও অনুষ্ঠানে যাওয়ার সময় পোশাকের রং অনুযায়ী লিপস্টিক বেছে নেওয়াই ভালো। শ্যামবর্ণের মহিলাদের জন্য কমলার যে কোনও শেডে ঠোঁট রাঙাতেই পারেন আপনি। আপনার ইচ্ছানুযায়ী ক্রিমি, ম্যাট অথবা গ্লসি যেকোন লিপস্টিক পরে হয়ে উঠতেই পারেন অপরূপা।

লাল শেডের লিপস্টিক : লাল লিপস্টিক পছন্দ করেন বেশিরভাগ মহিলাই। প্রায় সবার কালেকশনেই থাকে লাল লিপস্টিক। আপনার স্কিনটোন যাই হোক না কেন, ফরসা হোন বা কালো, ঠোঁট রাঙিয়ে তুলতেই পারেন লালের ছোঁয়ায়।

উজ্জ্বল শ্যামবর্ণ : উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারিণী হলে লিপস্টিকের রংয়ের বিষয়ে আপনি সাহসী হয়ে উঠতেই পারেন। ভাবনাচিন্তা না করেই বেছে নিতে পারেন যেকোনও রং। সকালের কোনও অনুষ্ঠানে জন্য গোলাপি লিপস্টিক আদর্শ। অনুষ্ঠান বিকেলে হলে লালের যে কোনও শেড বেছে নিতেই পারেন ঠোঁট রাঙানোর জন্য।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *