Bangla24x7 Desk : ঝুলে পড়া গাল টানটান করতে চান ? বোটক্সের দরকার নেই ! এই জেল মাখলেই কেল্লাফতে ! বোটক্স করাতে গেলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। তার সঙ্গে ত্বককে সইতে হবে ধকল। এর চেয়ে ফ্ল্যাক্স সিড দিয়ে বানিয়ে ফেলুন বোটক্স জেল। বয়স বাড়লেও চামড়া ঝুলে পড়বে না।

১. সসপ্যানে ১ কাপ জল গরম বসান। এতে ২ চামচ ফ্ল্যাক্স সিড মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। দেখবেন মিশ্রণটি আঠালো ও থকথক হয় যেন। এরপর সুতির কাপড় মিশ্রণটি ঢেলে নিন এবং জেল বের করে নিন।

২. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেলে ভরপুর হল ফ্ল্যাক্স সিড। এই বীজের জেল বানিয়ে নিয়মিত মুখে মাখলে ত্বকের ধারে কাছে ঘেঁষবে না বার্ধক্য। ধরা দেবে না বলিরেখা, দাগছোপ।

৩. ফ্রিজে ২-৩ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন বোটক্স জেল। নিয়মিত মুখে বোটক্স জেল মালিশ করলে বলিরেখা ও সূক্ষ্মরেখা পড়বে না। এটি ত্বকে প্রাকৃতিক জেল্লা এনে দেবে। ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যায় এই বোটক্স জেল। সপ্তাহে দু-তিন বার ব্যবহার করুন এই বোটক্স জেল। ফ্ল্যাক্স সিডের জেল ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং পুষ্টি জোগায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *