Bangla24x7 Desk : দেখলেই জিভে আসে জল ? বাড়িতেই বানিয়ে ফেলুন বানানা-চকোলেট আইসক্রিম। গরম হোক বা বর্ষা, আইসক্রিম সকলেরই খুব প্রিয়। কোন আইসক্রিম হোক বা কাপ, আইসক্রিম-প্রেমীদের জন্য হলেই হল। চকোলেট আইসক্রিম, ভ্যানিলা, টু-ইন-ওয়ান, বাটার স্ক্রচ আইসক্রিম তো কম-বেশি সকলেই খেয়েছেন। এবার চেখে দেখুন বানানা আইসক্রিম। বানানা আইসক্রিম নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কলা দিয়ে তৈরি। কলা আর চকোলেট দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বানানা আইসক্রিম। বানানা আইসক্রিম বানাতে লাগবে পাকা কলা,কোকো পাউডার,সামান্য নুন, চিনি, এবং ক্রিম। ২টি আইসক্রিম বানাতে অন্তত ৫টি কলা লাগবে। এর সঙ্গে কোকো পাউডার আধ কাপ এবং হেভি ক্রিম আধ কাপ নেবেন।