Bangla24x7 Desk :  আচমকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা। শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। বুদ্ধবাবুর প্রয়াণের খবর আসার পরই ভিড় বেড়েছে তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে। আর এই সবের মধ্যেই ঠায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাদা অ্যাম্বাসাডর। নিজের গোটা রাজনৈতিক জীবন এবং মন্ত্রিত্বে থাকাকালীন সব সময় এই গাড়িতেই চড়েছেন বুদ্ধ। আর বোধহয় এই গাড়ির চাকা গড়াবে না। বুদ্ধ বাবু চলে গিয়েছেন চিরকালের মতো। তবে তাঁর সঙ্গী থেকে গিয়েছে। বুদ্ধ বাবুর গাড়ির চালক সত্য ঘোষ। ৯১ সাল থেকে বুদ্ধ বাবুকে দেখে আসছেন তিনি। আজ কথা বলতে পারলেন না। বললেন, “খারাপ লাগছে…” কেঁদে ফেললেন সংবাদ মাধ্যমের সামনে। চলে গেলেন।

মেঘলা আকাশ। চারিদিক যেন নিঃস্তব্ধ। আচমকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা। শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। বুদ্ধবাবুর প্রয়াণের খবর আসার পরই ভিড় বেড়েছে তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে।  আজ সকাল ৮টা ২০ নাগাদ নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, “বুদ্ধবাবু পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একজন মানুষ মরে গেলে, তিনি চলে যান, এমন নয়, তিনি বেঁচে থাকেন মানুষের মধ্যে তাঁর কাজের মাধ্যমে। তাঁর আত্মা শান্তি পাক। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *