Bangla24x7 Desk : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলাসফরে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম, মালদহ, বর্ধমানের পর এবার ঝাড়খণ্ড ছুঁয়ে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর সকলের।
আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর তিনটে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওইদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা রয়েছে তাঁর। পরদিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বেলা বারোটায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা রয়েছে মমতার। দুপুর ২টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
ওইদিন রাতে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা। ১৭ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা রয়েছে তাঁর।