WB Summar Vacation : দাবদাহ থেকে পড়ুয়াদের মুক্তি দিতে আগামী ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি

Bangla24x7 Desk : WB Summar Vacation : দাবদাহ থেকে পড়ুয়াদের মুক্তি দিতে আগামী ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি। হট-ডে’ পরিস্থিতি দক্ষিণবঙ্গে। মার্চেই তীব্র গরম, যেভাবে প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে গ্রীষ্মকাল যে খুব একটা সুখকর হবে না সেটা বলাই যায়। তাপপ্রবাহের চোখরাঙানি। দক্ষিণবঙ্গের জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে। সেলসিয়াস কাঁটা যাই বলুক ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেক বেশি থাকছে। মার্চের পর এবার এপ্রিল – মাস পাল্টে গেলেও পাল্টাচ্ছে না গরমের দাপট। বাংলা ক্যালেন্ডার দেখলে চৈত্রের হাতছানি , আর চরিত্রের প্যাচপ্যাচে গরমে কার্যত নাজেহাল দশা আমজনতার। কবে আসবে বৃষ্টি ? চাতকের ন্যায় তাকিয়ে বঙ্গবাসী। তীব্র গরমের দাবদাহ থেকে পড়ুয়াদের মুক্তি দিতে আগামী ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, “গরমটা বেশি। তাই প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ে যাবে। এছাড়া ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী। ১৪ এবং ১৫ এপ্রিল পয়লা বৈশাখের জন্য ছুটি। এছাড়া বেশ কয়েকটা রবিবার আছে। ৩০ এপ্রিলের মধ্যে বারো-তেরোদিন ছুটির মধ্যে চলে যাবে। আগে মে মাসে ছুটি পড়ত। এখন গরমটা বেশি। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষামন্ত্রীও আমাকে জানিয়েছে ছুটিটা ৩০ এপ্রিল থেকে পড়বে।” আবহাওয়া দপ্তর সূত্রে খবর , আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বাড়বে বৃষ্টির দাপট। রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া , সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব।

WB Summar Vacation : দাবদাহ থেকে পড়ুয়াদের মুক্তি দিতে আগামী ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি

Read More : Studio Ghibli Trending : সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ডিং ! ট্রেণ্ডিংয়ে না ভেসে জেনে নিন জিবলি আর্টের ইতিহাস

রেহাই পাবে না উত্তরবঙ্গ , দক্ষিণের পাশাপাশি উত্তরেও বাড়বে বৃষ্টি. শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ব্যাপক ঝড় বৃষ্টি সম্ভাবনা। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ , উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তাণ্ডব চালাবে বিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা। দুই বঙ্গেই রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির ব্যাপক প্রভাব। অর্থাৎ রাজ্যের সব জেলাতে বজ্র- বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আবারো বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের।