Bangla24x7 Desk : দল ছেড়েছেন , ১৯৭৭ সাল থেকে কংগ্রেস করা, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধীদের ঘনিষ্ঠ নেতা গুলাম নবি আজ়াদ। এই পরিস্থিতিতে কংগ্রেসকে কটাক্ষ করবে না বিজেপি, তা কি হয়? আর এই ক্ষেত্রে গুলাম নবি আজাদের ইস্তফাপত্রেই লেখা কয়েকটি শব্দবন্ধকে অস্ত্র করে গেরুয়া শিবির বলল, ‘আপনারা কংগ্রেস জুড়ুন’।
চলতি বছরের শুরুতেই জনসেবায় তাঁর অবদানের জন্য গুলাম নবি আজাদকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার, পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল। কংগ্রেসের সঙ্গে তাঁর ৫২ বছরের দীর্ঘ সম্পর্ক। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধীদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। তবে, বনেনি রাহুল গান্ধীর সঙ্গে। ইস্তফাপত্রের প্রতি ছত্রে রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন তিনি। দলের সমস্যার জন্য সরাসরি রাহুলকেই দায়ী করেছেন। এদিন তিনি সনিয়া গান্ধীকে যে চিঠি দিয়েছেন, তাতে লিখেছেন, “এআইসিসি-র বর্তমান পরিচালনাকারী গোষ্ঠীর অধীনে, ভারতের পক্ষে যা সঠিক সেই বিষয়গুলি নিয়ে লড়াই করার ইচ্ছা এবং ক্ষমতা দুইই হারিয়েছে কংগ্রেস। বস্তুত, ভারত জোড়ো যাত্রার আগে নেতৃত্বের সারা দেশে কংগ্রেস জোড়ো অনুশীলন করা উচিত ছিল।”
আজ়াদের এই কথারই রেশ ধরে, বিজেপির পক্ষ থেকে টুইটে কংগ্রেস দলকে কটাক্ষ করা হয়েছে। আজ়াদের চিঠিটির ওই লাইনগুলি হাইলাইট করে পোস্ট করা হয়েছে। সঙ্গের ক্যাপশনে বিজেপি দলের পক্ষ থেকে লেখা হয়েছে, “দেশ আমরা জুড়ছি, দরবারিরা আপনারা কংগ্রেস জুড়ুন।”