Bangla24x7 Desk : “চিরকাল থাকব না বলেই আগামী প্রজন্ম তৈরি করছি” , স্পষ্ট ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কারও নাম করেননি। বুধবার মমতা বলেন, ‘‘আমি চিরকাল থাকব না , তাই নতুন প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছি।’’ মমতার মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে, তা হলে কি মুখ্যমন্ত্রী অভিষেকের কথা বলতে চাইলেন ?
একুশের নীলবাড়ির লড়াইয়ে অভিষেকের ভূমিকা ছিল সেনাপতির। দলনেত্রীর হয়ে রাজ্যের প্রায় প্রতিটি কোণে জনসভা থেকে শুরু করে, বিরোধী বিজেপিকে আক্রমণের মূল জোয়ালটি ছিল তাঁরই কাঁধে। ভোটে বিজেপিকে উড়িয়ে দেওয়ার পর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় থেকেই জল্পনা ছিল, মমতা কি অভিষেককেই আগামীর দায়িত্ব সঁপে দিতে চলেছেন? তার পর বছর ঘুরে গিয়েছে।
অভিষেকের ‘অভিষেক’ নিয়ে এত দিন বিশেষ খোলসা করে কিছুই বলেননি মমতা। যদিও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাজের বিস্তৃতি দেখে তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। দলনেত্রী নিজে সে কথা বললে, তার তাৎপর্য যে বিপুল, তা অবশ্য মানছেন তাঁরা। বুধবার নবান্ন থেকে সেই বিষয়েই কি স্পষ্ট ইঙ্গিত দিলেন মমতা ? তিনি বলেন, ‘‘আমি চিরকাল থাকব না। তাই নতুন প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছি।’’