Weather Update : দুর্গাপুজোয় 'অসুর' হয়ে আসছে নিম্মচাপ ,মহালয়া থেকে লক্ষ্মীপুজো - ব্যপক ঝড়-বৃষ্টি

Bangla24x7 Desk : Weather Update : মহালয়া থেকে লক্ষ্মীপুজো – ব্যপক ঝড়-বৃষ্টি , দুর্গাপুজোয় ‘অসুর’ হয়ে আসছে নিম্মচাপ। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা। মাত্র আর কয়েকটা দিন, পুজোতে কেমন থাকবে আবহাওয়া ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে , মহালয়াতে বৃষ্টি হবে। আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে। পুজোতে কলকাতা সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

২৮ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ও হালকা মাঝারি বৃষ্টি চলবে ২৮ তারিখ পর্যন্ত। ২৯ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ১ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা। ৩০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। ১ তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

Weather Update : দুর্গাপুজোয় ‘অসুর’ হয়ে আসছে নিম্মচাপ ,মহালয়া থেকে লক্ষ্মীপুজো – ব্যপক ঝড়-বৃষ্টি

Read More : Nabanna : পুজোয় পুলিশের ছুটি বাতিল , সিদ্ধান্ত জানিয়ে দিল নবান্ন

মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বলেন, “৩ তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে। ৪ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। অর্থাৎ দুর্গাপুজোর সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি থেকে কখনও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে বলে জানা গিয়েছে। তার পর থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে বলে খবর।