Bangla24x7 Desk : এবার সম্পত্তিবৃদ্ধি মামলায় নাম জড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাকারীর বয়ান অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর ছয় ভাই আছেন। ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কীভাবে এই বৃদ্ধি, তা জানতে চেয়েছেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি।
তাঁর হয়ে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে তিনি বলেন, ”আমি কেন্দ্রীয় মন্ত্রী থাকার সুবাদে এক লক্ষ টাকা করে পেনশন পেতাম, এক পয়সাও নিইনি। এখনও মাইনে নিই না, এমনকী খুব দরকার ছাড়া সরকারি গাড়ি চড়ারও কোনও দরকার হয় না। এই মামলা এখানে কেন, এই মামলা আন্তর্জাতিক আদালতে হোক।”
এই মামলার খবর শুনে তীব্র প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। মেয়ো রোডের মঞ্চ থেকে তিনি বললেন, ”ওগুলো কি আমার সম্পত্তি? আমরা সবাই আলাদা আলাদা পরিবার। সবাই বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে। তাদের পরবর্তী প্রজন্ম এসেছে। তারা চাকরি-বাকরি করে ঘরদোর বানিয়েছে। একমাত্র মায়ের দায়িত্ব ছিল আমার। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে।
জনস্বার্থ মামলাটিতে আরও বলা হয়েছে, কলকাতা পুরসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী প্রার্থী হন। তাঁর পেশ করা হলফনামায় দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছিল। তবে একাধিক সম্পত্তির উল্লেখ হয়নি। যেগুলি বিপুল টাকার সম্পত্তি এবং জলের দামে কেনা হয়েছে বলে অভিযোগ। কীভাবে সম্পত্তির এত পরিমাণ বাড়ল, তা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হল মামলা। ইডি, সিবিআই ও আয়কর দপ্তরকে দিয়ে তদন্ত করার আবেদন জানানো হয়েছে মামলায়।