Bangla24x7 Desk : প্রথমে জিও , তারপর এয়ারটেল – একধাক্কায় বাড়ল রিচার্জের খরচ , কোন প্ল্যানের নতুন কী দাম হচ্ছে দেখে নিন। স্পেকট্রাম নিলাম শেষ হতেই জল্পনা বাড়ছিল। দেশের বৃহত্তম ব্যবহারকারী বেস সহ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার প্রিপেইড ব্যবহারকারীদের চিন্তা বাড়িয়ে ট্যারিফ প্ল্যান ২৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কই সঙ্গে ডেটা অ্যাড অন প্ল্যানের ক্ষেত্রে যা আগে ১৫ টাকা থেকে ৬১ টাকা পর্যন্ত ছিল, তা বাড়িয়ে ১৯ থেকে ৬৯ টাকা করা হয়েছে। ২৯৯ টাকার পোস্ট পেইড বাড়িয়ে ৩৪৯ টাকা করা হয়েছে। যেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ৩০ জিবি ডেটা।

রিলায়েন্স জিওর নতুন ট্যারিফ প্ল্যান অনুযায়ী, বেস ট্যারিফ যা আগে ছিল ১৫৫ টাকা, এখন তা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে। এর মানে ২২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ৩৯৯ টাকার মাসিক ট্যারিফের দাম বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে। আমরা দুই মাসের প্ল্যানের কথা বলি, তাহলে ৪৭৯ টাকার প্ল্যানটি বাড়িয়ে ৫৭৯ টাকা করা হয়েছে। একইসঙ্গে ৫৩৩ টাকার প্ল্যান বাড়িয়ে ৬২৯ টাকা করা হয়েছে। আগে ৩ মাসের প্ল্যানটি ৩৯৫ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত ছিল। যা এখন বাড়িয়ে ৪৭৯ টাকা থেকে ১১৯৯ টাকার মধ্যে করা হয়েছে। ১৫৫৯ টাকার বার্ষিক প্ল্যান এখন ১৮৯৯ টাকায় পাওয়া যাবে। ২৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানের দাম দেওয়া হয়েছে ৩৫৯৯ টাকা।

আনলিমিটেড ভয়েস প্ল্যানে শুল্ক বৃদ্ধির পর, এয়ারটেলের ১৭৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ১৯৯ টাকা, ৪৫৫ টাকার প্ল্যানের দাম হয়েছে ৫৯৯ টাকা এবং ১,৭৯৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ১,৯৯৯ টাকা। দৈনিক ডেটা প্ল্যানের ক্ষেত্রে ২৬৫ টাকার প্ল্যানের নয়া দাম হয়েছে ২৯৯ টাকা। ২৯৯ টাকার প্ল্যানটির দাম হয়েছে ৩৪৯ টাকা। ৩৫৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৪০৯ টাকা, ৩৯৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৪৪৯ টাকা, ৪৭৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৫৭৯ টাকা, ৫৪৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৬৪৯ টাকা।

৭১৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৮৫৯ টাকা, ৮৩৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৯৭৯ টাকা। আর ২৯৯৯ টাকার সারা বছরের প্ল্যানটির নয়া দাম ৩৫৯৯ টাকা। দাম পেড়েছে ডেটা অ্যাড অনস প্ল্যানগুলিরও। ১৯ টাকার প্ল্যানটির জন্য এখন দিতে হবে ২২ টাকা, ২৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৩৩ টাকা এবং ৬৫ টাকার প্ল্যানটির দাম হয়েছে ৭৭ টাকা। ২০২১ সালের ডিসেম্বরে শেষবার টেলিকম শিল্পে শুল্ক বাড়ানো হয়েছিল। সেই সময় প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছিল শুল্ক। অর্থাৎ , প্রায় ৩ বছর পর ফের বাড়ল মোবাইল ব্যবহারের খরচ। এই দাম বৃদ্ধির বিষয়ে, এয়ারটেল জানিয়েছে গ্রাহকদের বাজেট যাতে খুব বেশি বেড়ে না যায়, সেই দিকে লক্ষ্য রেখেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *