Bangla24x7 Desk : গত সপ্তাহেই ভারত বায়োটেকের নাকে দেওয়ার কোভিড টিকা ইনকোভ্যাক ব্যবহারে ছাড় দিয়েছিল কেন্দ্র। এ বার সেই টিকার দাম প্রকাশ্যে এল। সংস্থাটি জানিয়েছে, এই টিকার এক একটির দাম পড়বে ৮০০ টাকা। তবে বেসরকারি হাসপাতালে এই টিকার দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে। ফলে জিএসটি নিয়ে এই টিকার দাম দাঁড়াবে ৮৪০ টাকা।

কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি এই টিকা কিনতে পারবে ৩২৫ টাকায়। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী বছরের জানুয়ারির চতুর্থ সপ্তাহে বাজারে আনা হবে এই টিকা। ১৮ ঊর্ধ্বদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ইনকোভ্যাক। তবে কো-উইন পোর্টালে এখন থেকেই টিকা নেওয়ার দিনক্ষণ বুক করা যাবে। দেশে যখন কোভিড ভয়াবহ আকার নিয়েছিল, সেই সময় থেকেই নাকে দেওয়ার এই টিকার প্রস্তুতি শুরু করেছিল ভারত বায়োটেক।

সংস্থার একজিকিউটিভ চেয়ারম্যান কৃষ্ণা এল্লা বলেন, “যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছিলাম, তা সফল হল। কোভ্যাক্সিনের পর ইনকোভ্যাকও তৈরি করলাম আমরা।” বুস্টার হিসাবে এই টিকা ব্যবহার করা হবে। গত নভেম্বরে এই টিকার আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। তখন বলা হয়েছিল, ১৮ ঊর্ধ্বদের ক্ষেত্রে বুস্টার হিসাবে এই টিকা ব্যবহার করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *