Bangla24x7 Desk : কালীপুজোর প্রাক্কালে সামান্য স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানিয়ে দেওয়া হল, উৎসবের মরশুমে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা কার্যত নেই। তবে এর ফলে রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে। উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। উপকূলের পাশাপাশি প্রভাব পড়তে পারে কলকাতাতে । এ শহরে ঝোড়ো হাওয়ার থেকে বৃষ্টির আশঙ্কাই বেশি। তবে আজ এবং আগামিকাল মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতের দিকে আবহাওয়া মনোরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামান সাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এটি আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর পশ্চিম উত্তর-পশ্চিম দিকের বদলে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামিকাল এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আবার দিক পরিবর্তন করে উত্তর দিক বরাবর এগোবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে সোমবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এরপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি। মঙ্গলবার তা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল বরাবর সমুদ্রে অবস্থান করবে। এরপর বাংলাদেশের সুন্দরবন এলাকা দিয়ে একটি স্থলভাগে ঢুকতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *