Bangla24X7 Desk : যতই দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে নিয়োগ দুর্নীতির তালিকা। নেতা থেকে অভিনেতা নাম জড়িয়েছে বহুজনের। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে অভিনেতা বনি সেনগুপ্তের নাম। কুন্তল ঘোষের সূত্র ধরেই নাম উঠে এসেছে তার। বনি জানিয়েছিলেন, কুন্তল তাকে দু’টি ছবির অগ্রিম বাবদ ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছেন। প্রশ্ন হল, টলিউডে কত পারিশ্রমিক বনির ?

জেনে নিন কী বলছেন টলিপাড়ার প্রযোজক ও অভিনেতারা। টলিউডের বেশ জনপ্রিয় এক অভিনেতা মুখ খোলেন এই বিষয়ে। তার কথায়, “বর্তমান সময়ে টলি ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পারিশ্রমিক পান দেব, জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরা প্রথম সারিতে রয়েছে। দ্বিতীয় সারিতে রয়েছে সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরাদের মতো তারকা।  তৃতীয় সারিতে রয়েছে সে। আমি যতদূর জানি প্ৰতি ছবির জন্য ১২ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে থাকে। তবে এখন বাড়িয়েছে কি না, তা জানি না।”

প্রসঙ্গত, অভিনেতা বনি অবশ্য দাবি করেন কুন্তল মাত্র দু’টি ছবির অগ্রিম বাবদই ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছিলেন তাকে। অন্যদিকে, কুন্তলের থেকে অভিনেতা টাকা নিয়েছিলেন আজ থেকে প্রায় ৫/৬ বছর আগে। লেনদেনের ঘটনাটি ২০১৭ সালের। এটি সেই সময়, যখন বনির ক্যরিয়ারের প্রথম প্রথম। তখনের আর এখনের সময়ের মধ্যে তফাৎ বহু। তবে সে সময় দাঁড়িয়ে বনিকে সিনেমায় নেওয়ার জন্য কেন অত লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছিলেন কুন্তল? উঠছে সেই প্রশ্নও।

বনির কাছের এক প্রযোজক বলেন, “কোনো প্রযোজকের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে বর্তমানে পারিশ্রমিক হিসেবে ১৫ লক্ষ টাকা নেন বনি। তবে অনেক ক্ষেত্রে ২০ লক্ষও নেন অভিনেতা।” কোনো চুক্তি ছাড়াই বনিকে অগ্রিম গাদা গাদা টাকা দিয়েছেন কুন্তল ? সত্যিই কী ছবির পুরো টাকা অগ্রিম বাবদ দেওয়া যায়? এই বিষয়ে সেই প্রযোজক বলেন, “না, তা হয় না। বড় জোর ১০ থেকে ১৫ শতাংশ অগ্রিম দিয়ে থাকি। কুন্তল কেন গোটা টাকা অগ্রিম দিয়েছিলেন, সেটা শুধু তিনিই বলতে পারবেন।” তবে টলিউড সূত্রে খবর, স্টেজ শো করতে মাত্র দেড় থেকে দু’লক্ষ টাকা পারিশ্রমিক নেন বনি। অর্থাৎ এখানেও হিসেব যেন মিলছে না। আগামী মঙ্গলবার অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *