Bangla24x7 Desk : ৪০ দিন পর অবশেষে জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুনানি চলছিল তাঁর জামিনের আবেদনের। বুধবারই শুনানি চলাকালীন বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিল রাজ্য। বৃহস্পতিবার সেই বিচারপতিই আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর করলেন। এদিন আদালত রাজ্য জানিয়েছে, “পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকি বা সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় যুক্ত তিনি, এই মর্মে এখনও কোনও ভিডিও ফুটেজ আমরা পাইনি।”
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। টানা ৪০ দিন পর খুলল জট। ধর্মতলায় বিক্ষোভের জেরে গ্রেফতার করা হয়েছিল নওশাদ সিদ্দিকিকে। তাঁর বিরুদ্ধে হওয়া ৪টি মামলায় আজ তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নওশাদের জামিন মঞ্জুর করে।
জামিন পেলেও নিউ মার্কেট থানা এলাকায় যাতে ১৫ দিন নওশাদকে ঢুকতে না দেওয়া হয়, এই মর্মে আবেদন জানায় রাজ্য। সেই আবেদনও খারিজ করল আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেস ডায়রি থেকে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদালতের নির্দেশ, নওশাদকে তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী আধিকারিক ডাকলে যেতে হবে তাঁকে। এদিন মোট ৬৫ জন মামলাকারীর মধ্যে ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। কোনও শর্ত ছাড়াই জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।