Bangla24x7 Desk : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনে শুভেন্দু অধিকারীর করা একটি টুইটকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। তৃণমূল সাংসদের নাবালক সন্তান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে। সরব হয় ঘাসফুল শিবির। পরবর্তীকে এই নিয়ে শুভেন্দুকে নোটিস পাঠায় শিশু সুরক্ষা কমিশন। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা করেছিলেন নন্দীগ্রামের BJP বিধায়ক। নোটিস খারিজ করার আবেদন এবং তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করা হয়েছিল। বুধবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে উঠে এল একগুচ্ছ বিষয়। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য একাধিক প্রশ্নের উত্তর জানতে চান শুভেন্দু অধিকারীর কাছে।
বুধবার শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি হয় কলকাতা হাইকোর্টে। শুভেন্দু অধিকারীর দায়ের করা চাইল্ড রাইটস কমিশনের নোটিস চ্যালেঞ্জ মামলায় তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “মামলাকারী একজন জনপ্রতিনিধি। তিনি বিরোধী দলনেতাও। তিনি একটি টুইট করেন এবং তার পরিপ্রেক্ষিতে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়।” এরপর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, “এই ‘টুইট এবং অভিযোগের ভিত্তিটা কী?” জবাবে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “সেটা আমাদেরও প্রশ্ন।”
এরপর বিচারপতি প্রশ্ন করেন, “কে কয়লা ভাইপো? কাকে বলা হয়েছে? লেডি কিমটাই বা কে ? অভিযোগকারী শিল্পা দাস কে?” বিচারপতি আরও জানতে চান, শুভেন্দু অধিকারী শোকজের উত্তর দিয়েছিলেন কি না। জবাবে শুভেন্দু অধিকারীর অপর আইনজীবী সৌম্য মজুমদার জানান, শোকজের উত্তর দেওয়া হয়েছিল। ১৮ বছরের কম বয়সী কোনও কারও সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে কি না, তা নিয়েও শিশু সুরক্ষা কমিশনে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী।