Bangla24x7 Desk : আনশা মোহন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেই সঙ্গে পেশায় একজন মডেল। বেশ কিছুদিন আগে রাস্তার ধারে করা তাঁর একটি ফটোশ্যুটই এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। কিছুদিন আগেই তিনি একটি ফটোশুট করেন। মূলত ফুল বিক্রেতার ভূমিকায় দেখা যায় তাকে। এমন ভাবেই তার মেকআপ করা হয় যে মানুষজন একেবারে চিনতে পারেননি সুন্দরি এই মডেলকে। মেকআপে গায়ের রঙ ঢেকে রাস্তার ধারে ফুল বিক্রি করতে দেখা যায় এই সুপার মডেলকে। অনেকেই তার কাছ থেকে ফুল কিনতে অস্বীকার করেন। সেই ফটোশ্যুটের ছবি এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।
অনশা মোহন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার তিন লাখের বেশি ফলোয়ার রয়েছে। তার প্রতিটি ভিডিও লক্ষ লক্ষ ভিউ আসে। ইন্সটাগ্রামে তার শেয়ার করা ছবিগুলোতে হাজার হাজার লাইক রয়েছে। তা সত্বেও মানুষজন স্রেফ মেক আপের জন্য তাকে চিনতে পারেন নি। মানুষজন বিশ্বাসই করতে পারছেন না সেদিনের রাস্তার ধারের সেই ফুল বিক্রেতা মেয়েটিই আসলে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। লক্ষ্য লক্ষ্য ফলোয়ার রয়েছে তাঁর। তাঁর শেয়ার করা একটি ছবিতেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। হাজার হাজার ভক্তের রাতের ঘুম কেড়ে নেন তিনি। এমনই এক সুন্দরী এক মহিলাকে চোখের সামনে দেখেও চিনতে পারলেন না ভেবেই রাতের ঘুম উড়েছে নেটপাড়ার।